এবার সেই জয়ের পথে হাটা হল না। অস্ট্রেলিয়ায় প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেলেও দ্বিতীয় শেষটিতে হারল বাংলাদেশ। শুক্রবার ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিডনি থান্ডারের বিপক্ষে হতাশ হতে হল। অস্ট্রেলিয়ার শক্তিশালী দল বিগ ব্যাশ চ্যাম্পিয়নদের কাছে ৬ উইকেটের টাইগাররা হারল। প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
স্পটলেস স্টেডিয়ামে ২০ ওভারে ৮ উইকেটে করে ১২২ রান করে বাংলাদেশ। জবাবে ৪ উইকেট হারিয়ে ২ ওভার বাকি থাকতেই জয়ের দেখা পেয়ে যায় সিডনি থান্ডার।
যদিও বিসিবি একাদশ ম্যাচটি খেলতে নেমেছিল মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদকে ছাড়াই। ম্যাচে ব্যাটসম্যানরা যারপরনাই ব্যর্থ। নুরুল হাসান সোহান ৩৫ ও শুভাগত হোম ২৫ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন রুবেল হোসেন। একটি করে উইকেট নিয়েছেন তানভীর এবং শুভাগত হোম।
এই হারে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি শেষ বাংলাদেশের। অস্ট্রেলিয়ায় মাশরাফি-মুশফিকদের ক্যাম্প শেষ হবে ১৮ ডিসেম্বর। পরেই দিনই দল যাবে নিউজিল্যান্ড। যেখানে তিনটি ওয়ানডে, তিনটি টি-টুয়েন্টি ছাড়াও দুইটি টেস্ট কিউইদের সঙ্গে।
Discussion about this post