ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিডনি নয়, মনে হচ্ছে নিজেদের দেশেই খেলছে ভারত। ব্যাটসম্যানদের দাপটের পর এবার বোলাররাও সাফল্য পাচ্ছেন। তাদের হাত ধরেই ইতিহাস গড়ার পথে ভারত। সেই ১৯৪৭ সাল থেকে অস্ট্রেলিয়ায় সফর করছে দলটি। কিন্তু কখনোই টেস্ট সিরিজ জিতে ফেরা হয়নি দলটির। এবার বিরাট কোহলির হাত ধরে সেই ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দলটি। সিরিজে তারা এগিয়ে ২-১ ব্যবধানে। সিডনি টেস্ট ড্র করলেই ইতিহাস গড়বে সফরকারীরা।
ব্যাটে-বলে নৈপুন্যে ভারত এখন টেস্টে চালকের আসনে। এই সফরে প্রথমবারের মতো সুযোগ পেয়েই বেশ কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা বল হাতে সফল। তাদের বোলিংয়েই কোনঠাসা প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। শনিবার চতুর্থ ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া ১ম ইনিংসে তুলে ৬ উইকেটে ২৩৬ রান। ফলোঅন এড়াতে আরো চাই ১৮৭ রান।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিনা উইকেটে ২৪ রানে দিন শুরু করে অজিরা। উসমান খাজাকে প্রথম ঘন্টায় হারায় তারা। খাজা করেন২৭ রান। দ্বিতীয় উইকেটে মার্নাস লাবুশেন ও মার্কাস হ্যারিস তুলেন ৫৬ রানের জুটি। ৭৯ রান করে ফিরেন হ্যারিস।
৩৮ রান করে আউট লাবুশেন। ১৯৮ রানে ছয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর রুখে দাঁড়ান পিটার হ্যান্ডসকম ও প্যাট কামিন্স। কিন্তু বৃষ্টি ও আলোকস্বল্পতায় একটু আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। স্পিনার কুলদীপ ৭১ রানে শিকার করেন ৩ উইকেট। জাদেজার তুলেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৬২২/৭ ইনিংস ঘোষণা
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮৩.৩ ওভারে ২৩৬/৬ (হ্যারিস ৭৯, খাজা ২৭, লাবুশেস ৩৮, মার্শ ৮, হেড ২০, হ্যান্ডসকম ২৮*, পেইন ৫, কামিন্স ২৫*; শামি ১/৫৪, বুমরাহ ০/৪৩, জাদেজা ২/৬২, কুলদীপ ৩/৭১)
Discussion about this post