ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফেভারিটদের বিপক্ষেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন লাসিথ মালিঙ্গা। এজন্য দক্ষতা লাগে। পেশী শক্তি দিয়ে কোনো কাজ হয় না। চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার চমক জাগানিয়া জয়ের ম্যাচেই তার প্রমাণ রেখেছেন অভিজ্ঞ এই এ তারকা পেসার। মালিঙ্গার ভূয়সী প্রশংসা করে আইসিসির এক কলামে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে লিখেছেন, ‘এটা সিক্স প্যাকের ব্যাপার নয়। এটা দক্ষতার বিষয়। ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের ম্যাচে ক্ষুরধার বোলিং পারফরম্যান্সে তা দেখিয়ে দিয়েছেন মালিঙ্গা।’
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে মালিঙ্গার খালি গায়ে তোলা একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি-তামাশা হয়েছে অনেক। এ তারকা লঙ্কান ক্রিকেটারের মেদবহুল ভুঁড়িই ছিল লোকজনের বিদ্রুপের লক্ষ্যবস্তু। এর জবাব দিতেই মালিঙ্গার দক্ষতা নিয়ে স্তুতি গাইলেন লিজেন্ড জয়াবর্ধনে।
মালিঙ্গার বোলিংয়ে মুগ্ধ জয়াবর্ধনে লিখেন, ‘বছরের পর বছর অনেকবারই এমন দাপটে পারফরম্যান্স দেখিয়েছেন মালিঙ্গা। তার সেরা পারফরম্যান্স দেখতে দারুণই লাগে। নতুন বল হাতে তিনি মিশনেই থাকেন।’
ইংলিশদের বিপক্ষে মালিঙ্গার বোলিং-র জয়গান গান জয়াবর্ধনে, ‘তারকা খেলোয়াড়রা বড় ম্যাচগুলোতে পারফর্ম করবে। এটাই তো স্বাভাবিক। সেটাই তিনি করে দেখিয়েছেন। জো রুটকে বিদায় করেন। পরে সাজঘরে ফেরান জস বাটলারকেও। যে কীনা ইংল্যান্ডের হয়ে জয় ছিনিয়ে নিতে পারত।
লিডসে শুক্রবার ৪৩ রানে চার উইকেট (ওপেনার জেমস ভিঞ্চ, জনি বেয়ারস্টো, জো রুট ও জস বাটলার) শিকার করে ইংল্যান্ডকে ২১২ রানে আটকে দেন মালিঙ্গা। সুবাদে ২০ রানের নাটকীয় জয় পায় অধিনায়ক দিমুথ করুনারত্নের দল।
Discussion about this post