ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তাকে টেস্ট স্পেশালিস্ট বানিয়ে ফেলেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সীমিত ওভারের ক্রিকেটে তার প্রবেশ নিষেধ করে দিয়েছিলেন জাতীয় দলের সাবেক এই কোচ। তার অধ্যায় শেষ হতেই ওয়ানডে ক্রিকেটের দরজা খুলে যায় মুমিনুল হকের। তবে তার আগে পরীক্ষায় পাশ করতে হয়েছে তাকে। নিজেকে প্রমাণ দিয়ে ফের ওয়ানডে দলে জায়গা পেলেন লিটল ডায়নামাইটস নামে পরিচিত এই ক্রিকেটার।আয়ারল্যান্ডে সফরে ‘এ’ দলের হয়ে ১৮২ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
শুরুতে এশিয়া কাপের প্রাথমিক দলে রাখা হলেও পরে বাদ পড়েন মুমিনুল। পরে দলে জায়গা পান তিনি। নাজমুল হোসেন শান্ত আর তামিম ইকবালের ইনজুরিতে ১৬তম সদস্য হিসেবে তাকে নেয়া হয় সংযুক্ত আরব আমিরাতে।
এবার তামিম ইকবালের ইনজুরি আর মুশফিকুর রহীমের বিশ্রামে সুযোগ মিলল। প্রায় সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে মুমিনুল। এশিয়া কাপে রঙীন জার্সিতে টাইগারদের সঙ্গে তিনি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের একদিনের ক্রিকেটে তিনি।
সেই ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি সবশেষবার ওয়ানডেতে দেখা যায় তাকে। মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেন তিনি। সেই ম্যাচে মাত্র ১ রান করে আউট হতেই তাকে ছেটে ফেলেন হাথুরু। এবার অনেক দিন পর ফিরলেন তিনি।
Discussion about this post