নিশ্চিত করেই দুটি খবরই চমকপ্রদ। নারী ক্রিকেটে সুখবর তো বটেই। প্রথমত দুই বছর পর আবারও শুরু হতে যাচ্ছে মেয়েদের প্রিমিয়ার ক্রিকেট লিগ। আবার জানা গেল-মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সালমা খাতুনের সঙ্গী হচ্ছেন শারমিন আক্তার সুপ্তা।
সুপ্তাকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবির কাছে আবেদন করেছিল ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া। নারীদের আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় দুজনকেই অনাপত্তিপত্র দিয়েছে বোর্ড। নারী বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ বলেন, ‘এটাতো আমাদের জন্যও ভালো। নারী ক্রিকেটারদের জন্য ভালো সুযোগ। ওদের খেলার অনুমতি দিয়ে দিয়েছি আমরা।’
আসছে ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত ভারতের পুনেতে চলবে উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জের লড়াই। তিনটি দল সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি লড়বে।
গতবার সালমা খেলেছিলেন ট্রেইলব্লেজার্সের হয়ে। এবার নতুন দল পেতে পারেন। সুপ্তার দলও জানা যায়নি।
এদিকে আগামী ২০ মে থেকে শুরু হচ্ছে মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। করোনার ধাক্কায় দুই মৌসুম স্থগিত থাকার পর পুনরায় অনুষ্ঠিত হচ্ছে। দলবদল সম্পন্ন হয়েছে।
দলবদলে কে কোন দলে-
আবাহনী লিমিটেড: ফাহিমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা।
রুপালি ব্যাংক ক্রিকেট ক্লাব: নিগার সুলতানা জ্যোতি, ফারজানা আক্তার পিংকি, নাহিদা আক্তার।
মোহামেডান স্পোর্টিং লিমিটেড: সালমা খাতুন, রুমানা আহমেদ, শারমিন আক্তার সুপ্তা।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: রিতু মণি,লতা মণ্ডল।
কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমি: ফারিহা ইসলাম তৃষা।
সিটি ক্লাব: সুরাইয়া আজমিন, রুবিয়া আক্তার ঝিলিক।
গুলশান ইয়ুথ ক্লাব: নুসরাত তানিয়া, খাদিজাতুল কুবরা।
Discussion about this post