আরেকটি ফাইনাল দুঃস্বপ্ন সঙ্গী হল বাংলাদেশ ক্রিকেট দলের। রোববার রাতে শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায় সব শেষ। নিদহাস ট্রফিতে রানার্স আপ হয়েই ফিরতে হল টাইগারদের। ৪ উইকেটের হার। এনিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ৫বার ফাইনালে খেলে পাঁচটিতেই হারল বাংলাদেশ।
শ্রীলঙ্কা থেকে সোমবার দেশে ফিরেছে জাতীয় দল। বিমানবন্দরে দলের প্রতিনিধি হয়ে মিডিয়ার মুখোমুখি হন মুশফিকুর রহীম। টুর্নামেন্টে প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে মুশফিক বলেন, ‘এই কয়টা দিন আমরা যেভাবে ক্রিকেট খেলেছি, ম্যাচ জিতেছি, পুরো বাংলাদেশ দল কৃতিত্ব পাওয়ার যোগ্য। হোম সিরিজে টি-টুয়েন্টিতে আমরা যেভাবে হেরেছিলাম শ্রীলঙ্কার সঙ্গে, এরপর ওদের মাটিতে এভাবে জেতা অনেক বড় প্রাপ্তি। ঘরের মাঠে ক্লোজ ম্যাচ আমরা জিততে পারিনি, কিন্তু ওখানে আমরা ওভারকাম করে জিতেছি। এটাও আমাদের নতুন প্রাপ্তি। তবে আক্ষেপ এটাই এতো কাছে এসেও ট্রফিটা পেলাম না’।
নিদাহাস ট্রফিতে ধারাবাহিক ক্রিকেট খেলেছে বাংলাদেশ এনিয়ে মুশফিক বলেন, ‘পুরো টি-টুয়েন্টি সিরিজে আমরা ধারাবাহিক ক্রিকেট খেলতে পেরেছি। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। যা কিনা আমরা এর আগে করতে পারিনি।’
তবে অাক্ষেপ ঠিকই সঙ্গী হয়েছে তার। জানালেন, ‘দেখুন, খারাপ তো লাগবেই, এতো কাছে এসেও আমরা ট্রফিটা পেলাম না। পরবর্তী সময়ে এমন পরিস্থিতি এলে আমরা নার্ভটা যেন আরও শক্ত রাখতে পারি, যেন তখন ওভারকাম করতে পারি। আমি একটাই কথা বলব, আমাদের সুযোগ ছিল, সুযোগটা আমরা হাতছাড়া করেছি। এই যে কষ্ট, এটা আমরা মনে রাখব। এখান থেকে যেন আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি।’
Discussion about this post