একেই বলেই অনায়াস জয়। প্রতিপক্ষ পাত্তাই পেলো না। সাব্বির রহমানের দেখার মতো এক শতরানের সামনে অসহায় সিটি ক্লাব।
শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়েই এবারের ঢাকা প্রিমিয়ার লিগ মিশন শুরু করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ! প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে দল পায় দাপুটে জয়। শনিবার ফের হাসিমুখ লিজেন্ডসদের। এবার উড়ে গেল সিটি ক্লাব।
মিরপুরের শেরেবাংলায় অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। ম্যাচে টস ভাগ্য ছিল লিজেন্ডসদের পক্ষে। প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান মাশরাফি। সিটি ক্লাব ৫০ ওভারে অলআউট হয়ে তুলে ২৪৮ রান। জবাব দিতে নেমে সাব্বিরের শতরানে ৪১.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে লিজেন্ডস অব রূপগঞ্জ।
চলতি ঢাকা লিগে টানা দুই ম্যাচে জয় তুলে নিল সাবেক চ্যাম্পিয়নরা। এই ম্যাচে মাশরাফি না খেলায় নেতৃত্ব দিয়েছেন ইরফান শুক্কুর।
শনিবার মিরপুরে ঢাকা লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সিটি ক্লাবের মুখোমুখি হয় রূপগঞ্জ। সাব্বির রহমান এদিন দেখার মতো এক শতরানে রাঙিয়েছেন ইনিংস। সাব্বির তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটি তুলে নেন এদিন।
এর আগে আব্দুল্লাহ আল মামুনের ৫১ রানে মোটামুটি একটা পুঁজি পায় সিটি ক্লাব। দলের হয়ে ৩১ রান করেন আসিফ আহমেদ রাতুল। ২৭ রানে ফেরেন-তৌফিক খান, রবিউল হক ও রায়ান রহমান। রূপগঞ্জের হয়ে নাঈম ইসলাম জুনিয়র ৩৩ রান দিয়ে তুলেন তিন উইকেট। আল আমিন নিয়েছেন দুই উইকেট।
যদিও জবাব দিতে নেমে মুনিম শাহরিয়ার শুরুতেই ফেরেন। তবে এরপর নেমে দারুণ দাপট দেখান সাব্বির রহমান। পারভেজ হোসেন ইমনও বেশ সঙ্গ দেন। ইমন ৪৩ বলে ৩৯ রানে আউট। অধিনায়ক ইরফান শুক্কুর ও সাব্বির মিলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৯৭ বলে সেঞ্চুরি করেন সাব্বির। শেষ অব্দি ১১০ রানে অপরাজিত। ১৮ চার হাঁকানো ইনিংস খেলেন ১০৭ বলে। ইরফান ৭৪ রান করতে খেলেন ৭৪ বল।
টানা দুই জয়ে এখন রীতিমতো উড়ছে রূপগঞ্জ। তবে শিরোপা ফিরে পেতে লম্বা পথ পাড়ি দিতে হবে লিজেন্ডসদের!
Discussion about this post