এখন আলোচনার কেন্দ্রে সাব্বির রহমান। জাতীয় ক্রিকেট লিগে খেলার সময়ে এক দর্শককে পিটানোর জন্য বিসিবির শৃঙ্খলা কমিটি তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে। সঙ্গে ২০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এই ঘটনা থেকে সবাইকে শিক্ষা নিতে বলেছেন মাশরাফি বিন মর্তুজা। মাঠের বাইরেও একজন ক্রিকেটারের সবকিছু ঠিকঠাক রাখা দায়িত্ব বলে স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
ছুটি কাটিয়ে মঙ্গলবার অনুশীলনে ফেরেন মাশরাফি। সকালে জিম শেষে কিছুটা সময় এ ডানহাতি নেটে বল করেন। এক ফাঁকে সাব্বির রহমানের সঙ্গে কিছুটা কথা বলেন তিনি। যদিও তাদের কী কথা হয়েছে সেটা জানা যায়নি। এনিয়ে মিরপুর একাডেমিতে সংবাদমাধ্যমের সামনে বলেন মাশরাফি। তিনি জানান, ‘বিসিবির অধীনে আমরা সবাই। এটা মেনে নেওয়া আমাদের সবার দায়িত্ব। আমাদের সবাই অনুসরণ করে। তরুণ খেলোয়াড় যারা উঠে আসছে, অনূর্ধ্ব-১৫, ১৭, ১৯ যারা খেলছে, তারাও আমাদের অনুসরণ করে। শুধু মাঠে নয়, মাঠের বাইরের কাজগুলো ঠিকঠাক করাও আমাদের দায়িত্ব।’
সাব্বিরের যে শাস্তি হয়েছে, এটা যেন ভবিষ্যতে আর কারও না হয়, এমনটাই প্রত্যাশা মাশরাফির। তিনি বলেন, ‘সামনে যেন আমরা এমন ভুল না করি। শুধু সাব্বিরের যে শাস্তি হয়েছে, এটা আর কারও যেন না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। আমাদের কাজ ঠিকঠাক অনুশীলন করা ও ভালো খেলা। যেহেতু আমাদের সবাই অনুসরণ করে, আমাদের নিশ্চিত করতে হবে, মাঠের বাইরের কাজগুলো যেন ঠিকঠাকভাবে করি। এটা শুধু খেলা নয়, জীবনের অনেক বড় অংশ।’
Discussion about this post