বাংলাদেশ ক্রীড়াঙ্গনে এখন খুশির সময়। গত সোমবারই বাংলাদেশ নারী ফুটবল দল হয়েছে দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়ন। নেপালকে ৩-১ গোলে ফাইনালে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই সাফল্যে জোয়ারে ভাসছে দেশ। তার ছোঁয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেটেও। সাকিব আল হাসান-মুশফিকুর রহিম সবাই শুভেচ্ছা জানিয়েছেন সাবিনা খাতুনদের। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।
বুধবার বিসিবি জানায়, নারী জাতীয় ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেবে তারা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে বলেন, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমাদর ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে বলেছেন, ‘নারী ফুটবল দল তার ব্যতিক্রমী পারফরম্যান্স এবং ঐতিহাসিক অর্জন দিয়ে পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের প্রশংসা এবং সমর্থনের চিহ্ন হিসাবে, আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা ঘোষণা করছি। আমার কোনো সংশয়ই নেই যে, সাফ চ্যাম্পিয়নশিপে এই শিরোপা জয় দেশজুড়ে দেশজুড়ে ছেলে ও মেয়ে ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এবং নিজ নিজ খেলায় আন্তর্জাতিক সাফল্য অর্জনে আরও তাড়না দেবে।’
গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। অপরাজিত চ্যাম্পিয়ন দল কাঠমান্ডু থেকে দেশে ফিরছে বুধবার।
Discussion about this post