ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাতৃত্বের স্বাদ নিতে প্রতীক্ষায় ছিলেন সানিয়া মির্জা। নিজেকে একটু একটু করে প্রস্তুত করছিলেন তিনি। অবশেষে ফুরাল প্রতীক্ষার প্রহর! ইথারে ভেসে এসেছে সুখবর। মঙ্গলবার ভোরে নতুন অতিথি এসেছে সানিয়া মির্জা ও শোয়েব মালিকের ঘরে। প্রথমবারের মতো বাবা-মা হলেন তারা। পুত্র সন্তান এসেছে তাদের সংসারে।
সুখবরটা সবার আগে জানালেন শোয়েব মালিক। টুইটারে তিনি লিখেছেন, ‘রোমাঞ্চ নিয়ে জানাচ্ছি আমাদের পুত্র সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। সানিয়া ভালো আছে। ও আগের মতোই মানসিকভাবে শক্ত আছে। সবার শুভ কামনা ও দোয়ার জন্য আমরা কৃতজ্ঞ।’
২০১০ সালের ১২ এপ্রিল অনেক নাটকের পর বিয়ে হয় তাদের। ভারত-পাকিস্তানের রাজনৈতিক তিক্ত সম্পর্কের কথা জানা আছে সবারই। অঅর এই দুটি দেশের দু’জন স্পোর্টস সেলেব্রেটির বিয়ের ব্যাপারটি অনেকেই শুরুতে ভালভাবে মেনে নিতে পারেন নি। তারওপর হায়দারাবাদেরই আরেক মেয়ের সঙ্গে শোয়েবের বিয়ের কথাও তখন শোনা গিয়েছিল।
সেই সব সমস্যা পাশ কাটিয়ে কবুল বলেন তারা। তারপর সুখেই কেটে গেছে আটটি বছর। অবশেষে তাদের ঘরে এসেছে নতুন অতিথি। মা হলেন সানিয়া, বাবা শোয়েব। তাদের পুত্র সন্তান শোয়েব-সানিয়া দু’জনের পদবিই ব্যবহার করবে। যদিও কোন দেশের নাগরিত্ব নেবে তা এখনো ঠিক হয়নি।
এ বছরের ২৩ এপ্রিলে টেনিস তারকা সানিয়া মির্জার অন্তসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন এই দম্পতি। এরপর সানিয়া মির্জা জানিয়ে জানান, তাঁদের সন্তান বাবা-মা দুজনের পদবী ব্যবহার করবে। এ কারণেই শোয়েব তার টুইটার বার্তার শেষ হ্যাশট্যাগ দিলেন #বেবিমির্জামালিক!
আর এখন শুভেচ্ছায় ভাসছেন সানিয়া-শোয়েব। এরইমধ্যে সানিয়ার বন্ধু বলিউড তারকা ফারাহ খান জানালেন ‘আমার প্রিয় বান্ধবী মা হয়েছে। অভিনন্দন সানিয়া মির্জা, শোয়েব, আনাম, ইমরান আর রাজপুত্রের নানি ও দাদিকে। সৃষ্টিকর্তা আমাদের ছোট্ট এই অ্যাঞ্জেলের মঙ্গল করুন।’
একইভাবে অন্যরাও অভিনন্দন জানাচ্ছেন নতুন বাবা-মাকে!
Discussion about this post