সানিয়া মির্জা এক নামেই পরিচিত। শুধু কোর্টের খেলা নয়, গ্ল্যামারেও তিনি মাত করেছেন বিশ্ব। ভারতীয় এই টেনিস তারকার জীবনের অজানা পাঁচটি ব্যাপার চলুন এবার জেনে নেই।
১. সানিয়া টেনিস খেলা শুরু করেন মাত্র ৬ বছর বয়সে। প্রথম কোচ বাবা ইমরান মির্জা। মেয়েকে সময় দিতে গিয়ে সাংবাদিকতা ছেড়ে মনোযোগী কোচিং দিতে থাকেন তিনি।
২. সানিয়া মির্জার ডক্টরেট ডিগ্রি রয়েছে। সম্মানসূচক ঐ ডিগ্রিটি তাকে দেয় চেন্নাইয়ের এমজিআর এডুকেশনাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট ইউনিভার্সিটি।
৩. সানিয়া মির্জার প্রথম ক্র্যাশ কে জানেন? কার প্রেমে প্রথম পড়েছিলেন তিনি? মজার ব্যাপার হল তিনি কোন ভারতীয় নন। রাশিয়ান টেনিস তারকা মারাত সাফিনকে দেখে মুগ্ধ হন। তার প্রেমেও পড়েন। যদিও সেটা ছিল এক পক্ষের।
৪. সানিয়া মির্জার পোশাক নিয়ে ২০১০ সালে একবার আপত্তি উঠে। কোর্টে অনেকটা ‘খোলামেলা’ পোশাক পরে নামেন এমন অভিযোগে তার বিরুদ্ধে ফতোয়াও দেয় মৌলবাদীরা। এই ঘটনা তার মনে দাগ কাটে। সিদ্ধান্ত নিয়ে ফেলেন আর কোনোদিন ভারতের মাটিতে খেলতে নামবেন না। যদিও সেই সিদ্ধান্ত থেকে পরে সরে আসেন।
৫. সানিয়া মির্জাকে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী। ২০১০ সালে বিয়ে হয়েছে তাদের।তারও বছরখানেক আগে ছোটবেলার বন্ধু ও ধনকুবের ব্যবসায়ী সোহরাব মির্জার সঙ্গে বাগদান হয় সানিয়ার। কিন্তু বিয়ে আর হয়নি। কেন? সেই উত্তর এখনো মিলেনি।
Discussion about this post