ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হারারে টেস্টর দ্বিতীয় ইনিংসে দারুণ খেলছেন সাদমান ইসলাম। এ ওপেনার শনিবার পেয়ে গেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে নাজমুল হোসেন শান্তও দেখা পেয়েছেন সেঞ্চুরির। তাদের ব্যাটেই মূলত বিশাল লিডের পথে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে ওপেনিং জুটি অবিচ্ছিন্ন রেখে তৃতীয় দিন শেষ করেছিলেন সাইফ ও সাদমান। সেটি বাড়াতে যেয়ে শনিবার সাইফ ফেরেন ৪৩ রানে রিচার্ড এনগারাভার বলে ডিওন মায়ার্সের দুর্দান্ত ক্যাচে। মাত্র ৭ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি মিস করেন সাইফ। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করছিলেন, শেষ পর্যন্ত বিপদ ডেকে এনেছে সেটিই।
সাইফ ফিরলেও দারুণ খেলছেন সাদমান-শান্ত। গতকালের ২২ রান নিয়ে খেলতে নামা সাদমান শনিবার লাঞ্চের পর করেন সেঞ্চুরি।
সাদমানের সঙ্গে ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত। তিনিও করেছেন সেঞ্চুরি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৬৩ রান। ক্রিজে রয়েছেন ১১১ রানে সাদমান ও ১০০ রানে শান্ত।
Discussion about this post