ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে জয়ের নামের সোনার হরিণ ধরা দিল হাতে। টানা ৭ ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া। গড়েছিল অনাকাংখিত এক রেকর্ড। সেই লজ্জা পেছনে ফেলে অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে বিপক্ষে ৭ রানে জিতেছে অজিরা। যদিও আগের ম্যাচেই ওয়ানডেতে ওয়ানডে ক্রিকেটে টানা সর্বোচ্চ ম্যাচ হারের রেকর্ড গড়ে তারা।
শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৫০ ওভারে করেছিল ২৩১ রান। জবাব দিতে নেমে ৯ উইকেটে ২২৪ রানে থামে প্রোটিয়ারা। এ অবস্থায় সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে হোবার্টে অনুষ্ঠিত হবে শনিবার।
সেই ১৯৯৬ সালে টানা ৬ ওয়ানডে হেরে বাজে সেই রেকর্ড গড়েছিল মার্ক টেলরের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।
শুক্রবার জয়ের দেখা পেলেও কোন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান দেখা পাননি হাফসেঞ্চুরির। অ্যারন ফিঞ্চ ৪১, ক্রিস লিন ৩ চার ও ২ ছক্কায় ৪৪ আর অ্যালেক্স কেয়ারি তুলেন ৪৭ রান। কাগিসো রাবাদা নেন ৪ উইকেট।
জবাব দিতে নেমে লড়লেন শুধু দু’জন। ৪৭ রান অধিনায়ক ফাফ দু প্লেসিসের। ডেভিড মিলার তুলেন ৫১ রান।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৪৮.৩ ওভারে ২৩১/১০ (ফিঞ্চ ৪১, মার্শ ২২, লিন ৪৪,কেয়ারি ৪৭, ম্যাক্সওয়েল ১৫, জ্যাম্পা ২২, ; স্টেইন ২/৩১, এনগিডি ১/৬৭, রাবাদা ৪/৫৪, প্রিটোরিয়াস ৩/৩২)
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২২৪/৯ (ডি কক ৯, হেনড্রিকস ১৬, মারক্রাম ১৯, দু প্লেসি ৪৭, ক্লাসেন ১৪, মিলার ৫১, প্রিটোরিয়াস ১৪, রাবাদা ৯, এনগিডি ১৯*, তাহির ১১*; স্টার্ক ২/৫১, হেইজেলউড ২/৪২, কামিন্স ১/২৭, স্টয়নিস ৩/৩৫)।
ফল: ৭ রানে জয়ী অস্ট্রেলিয়া
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা
ম্যাচসেরা: অ্যারন ফিঞ্চ
Discussion about this post