বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আরো কিছুদিন বাকী। কিন্তু এবার জমাট লড়াইয়ের ইঙ্গিত মিলছে। তারকার হাট বসে যেতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে ৩১ অক্টোবর ক্রিকেটারদের নিলাম। সেখানেই দেশি ও বিদেশি তারকা ক্রিকেটাররা কোন দলে খেলছেন তা ঠিক হবে।
তবে তার আগেই জানা গেল শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা খেলছেন ঢাকা ডিনামাইটসে। তার সঙ্গে নাকি এরইমধ্যে চুক্তি হয়ে গেছে। আসছেন আরেক তারকা ক্রিকেটার ক্রিস গেইলও। সিলেটের ফ্রাঞ্চাইজিরা তার সঙ্গে কথা পাকাপাকি করেছেন। এর আগে এই ক্যারবিয় ব্যাটসম্যান খেলেছেন বরিশাল বার্নার্স এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্সে।
এরইমধ্যে জানা গেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের খসড়া তালিকায় আছেন পাকিস্তানের ৫২, ইংল্যান্ডের ৪১, ওয়েস্ট ইন্ডিজের ৩৬, শ্রীলঙ্কার ২৫, জিম্বাবুয়ের ২৫, অস্ট্রেলিয়ার ৪, নিউজিল্যান্ডের ২ ও দক্ষিণ আফ্রিকার ৪ ক্রিকেটার।
দেশের ক্রিকেটারদের মধ্যে ১২০ জন ক্রিকেটার স্থান পাচ্ছেন এই খসড়া তালিকায়।
আগামী ২১ নভেম্বর থেকে শুরু বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে।
Discussion about this post