বাংলাদেশের কোচ হতে ঢাকা এসেছে রিচার্ড পাইবাস। মঙ্গলবার সন্ধ্যার আগেই ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। রাজধানীতে এসেই বিপিএলে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের ম্যাচ দেখতে শেরে বাংলায় যান তিনি। শেরে বাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি বিগ বস নাজমুল হাসান পাপনের সঙ্গে পাশাপাশি বসে খেলাও দেখলেন এক ইনিংস। বুধবার সকাল ১১টায় বিসিবি কার্যালয়ে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে তার।
ইংলিশ বংশোদ্ভূত এ দক্ষিণ আফ্রিকান কোচের আসা প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে আগেই বলেন, ‘তিনি সন্ধ্যায় আসছেন।’ এর আগে পাইবাস ২০১২ সালে বাংলাদেশের কোচ হিসেবে স্টুয়ার্ট ল-এর স্থলাভিষিক্ত হয়েছিলেন।তিক্ততা নিয়ে তখন সাড়ে চারমাস ব্যাপী কোচিং অধ্যায় শেষ হয় তার।তখন বিসিবির বার্ষিক ৪৫ দিনের ছুটির শর্তে আপত্তি ছিল এ ইকোচের।অনুশীলনে ক্রিকেটারদের স্বাস্থ্যসম্মত খাবার না দেওয়ার অভিযোগ তুলেন পাইবাস।সেই কোচ সাক্ষাৎকার দিতে আসলেও চাকরি হবে কীনা সেটা এখনই বলা যাচ্ছে না।
বাংলাদেশের সম্ভাব্য কোচদের তালিকায় আছেন ওয়েস্টইন্ডিজও আয়ারল্যান্ডের সাবেক কোচ ফিল সিমন্সও সাবেক অস্ট্রেলীয় খেলোয়াড়, কোচ ও নির্বাচক জিওফ মার্শ।
Discussion about this post