ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাওয়া হাতের আঙ্গুলের পাওয়া চোট থেকে এখনো সেরে ওঠেননি। অনুশীলনও পুরোমাত্রায় করতে পারছেন না। তারপরও ‘আনফিট’ সাকিব আল হাসান ফিরলেন নিদাহাস ট্রফির বাংলাদেশ স্কোয়াডে। তাকে রেখেই ১৬ সদস্যের দল জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাকিব আল হাসান এখনও পুরোপুরি সুস্থ নন। তার সেরে উঠতে এখনো ৭ থেকে ১০ দিন লাগতে পারে। সেই চিন্তা থেকে টাইগার স্কোয়াড়ে জায়গা পেয়েছেন মিরাজ। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সাকিব সেরে উঠলে আমরা ১৫ জনের দল দিতাম। তার কাভার হিসেবে আমরা অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজকে দলে নিয়েছি।’
শ্রীলঙ্কা সফরে সাকিব যদি শেষ পর্যন্ত না খেলতে পারেন, তবে তার জায়গা দলকে নেতৃত্ব দেবেন টি-টুয়েন্টির সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, ‘দেখুন, সাকিবের বল করতে কোন সমস্যা নেই। ব্যাটিং নিয়ে একটু সমস্যা আছে। সবচেয়ে আদর্শ পরিস্থিতি হবে, যদি তাকে আরও ৮-১০ দিন বিশ্রামে রাখা যায়। তাহলে পুরোপুরি সুস্থ হবে বলে সবাই বলছে। ওর কিন্তু এমনিতে কোন সমস্যা নাই। ডাক্তারদের কাছে যেটা শুনেছি, একটু স্ট্রেস দিলেই ফুলে যাচ্ছে (আঙুল)। সাকিবকে নিয়ে তো আমরা রিস্ক নিতে পারি না। সাকিবের সাথেও আমরা বসেছিলাম। ওর জন্যই আমরা ১৫ জনের জায়গায় ১৬ জনের একটা স্কোয়াড দিয়ে দিচ্ছি। আমাদের বদ্ধমূল ধারণা সে খেলবে। কিন্তু এমনও হতে পারে যে একটা-দুটো ম্যাচ নাও খেলতে পারে।’
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক) তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ।
Discussion about this post