রবিচন্দ্রন অম্বিন কিংবা বেন স্টোকস, কেউ পেছনে ফেলতে পারেননি সাকিব আল হাসানকে। আগের মতোই আইসিসির টেস্ট র্যাংকিংয়ে দাপট টাইগার অলরাউন্ডারের। ৪৩১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থানেই রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের মহাতারকা সাকিব আল হাসান।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সোমবার ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে টেস্ট অলরাউন্ডারের তালিকায় ২য় নম্বরে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশি অলরাউন্ডারের চেয়ে ৯ রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে তালিকার দুইয়ে আছেন তিনি। এক ধাপ নিচে নেমে চারে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লর্ডস টেস্টের পর টেস্ট র্যাংকিং প্রকাশ করল আইসিসি। লর্ডসে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট ও বল হাতে ঝড় তোলা মঈন আলী পুরস্কার পেলেন। অলরাউন্ডার র্যাংকিংয়ে বেন স্টোকসকে পেছনে ফেলে প্রথমবারের মতো ওঠে এসেছেন তৃতীয়স্থানে।
লর্ডসে ১ম ইনিংসে ৮৭ রানসহ টেস্টে মোট ৯৪ রান ও ১ম ইনিংসের ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে একাই শেষ করে দেন মঈন আলী। তারপরই টেস্ট ব্যাটসম্যান তালিকায় তিন ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন তিানি। শীর্ষে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে মঈন ৯ ধাপ এগিয়ে গেছেন। তিনি আছেন ১৯তম স্থানে।
Discussion about this post