এইতো কিছুদিন আগেই আগামী এক বছরের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাট মিলিয়ে জায়গা পেলেন মোট ২১ জন ক্রিকেটার।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে তিন ফরম্যাটে আছেন ৫ ক্রিকেটার। সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম আছেন তিন ফরম্যাটের চুক্তিতেই। তাদের প্রত্যেকেই তিন ক্যাটাগরিতে বেতন পেলেও সব ক্যাটাগরি থেকে পূর্ণ অর্থ পাবেন না।
একজন ক্রিকেটার সর্বোচ্চ প্রথম ক্যাটাগরি থেকে শতভাগ, দ্বিতীয় ক্যাটাগরি থেকে ৫০ শতাংশ ও তৃতীয় ক্যাটাগরি থেকে ৪০ শতাংশ টাকা পাবেন। শান্ত এ প্লাস ক্যাটাগরিতে থাকায় টেস্টে থেকে পাবেন সাড়ে ৪ লাখ (শতভাগ), ওয়ানডে থেকে ২ লাখ (৫০ শতাংশ) ও টি-টোয়েন্টি থেকে ১ লাখ ৪০ হাজার (৪০ শতাংশ)। পাশপাশি তিন ফরম্যাটে নেতৃত্বে জন্য আরও পাবেন ১ লাখ ২০ হাজার (প্রত্যেক ফরম্যাটের জন্য ৪০ হাজার করে)।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন কার কতো
নাজমুল হোসেন শান্ত- ৯ লাখ ১০ হাজার টাকা
সাকিব আল হাসান- ৭ লাখ ৯০ হাজার
মুশফিকুর রহিম- ৬ লাখ ৫০ হাজার
লিটন দাস- ৬ লাখ ৫ হাজার
তাসকিন আহমেদ- ৫ লাখ ৭৫ হাজার
মেহেদি হাসান মিরাজ- ৫ লাখ ৫০ হাজার
শরিফুল ইসলাম- ৫ লাখ ৫০ হাজার
মুমিনুল ইসলাম- ৪ লাখ ৫০ হাজার
তাইজুল ইসলাম- ৪ লাখ ৫০ হাজার
মাহমুদউলাহ রিয়াদ- ৪ লাখ
মুস্তাফিজুর রহমান- ২ লাখ ৮৭ হাজার ৫০০
তাওহিদ হৃদয়- ২ লাখ ৬২ হাজার ৫০০
হাসান মাহমুদ- ২ লাখ
নুরুল হাসান সোহান- ১ লাখ ৭৫ হাজার
মাহমুদুল হাসান জয়- ১ লাখ ৭৫ হাজার
খালেদ আহমেদ- ১ লাখ ২৫ হাজার
নাঈম হাসান- ১ লাখ ২৫ হাজার
নাসুম আহমেদ- ১ লাখ ২৫ হাজার
শেখ মেহেদি- ১ লাখ
তানজিম সাকিব- ১ লাখ
Discussion about this post