সাকিব আল হাসান আরও একবার নিজের যোগ্যতার পরিধিটা দেখালেন। বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বসেরা। ব্যাটে দেখালেন দাপট। যদিও অন্যরা তেমন কিছুই করতে না পারায় কঠিন চ্যালেঞ্জটাও নিতে পারল না দল। প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টিতে হার দেখল বাংলাদেশ।
তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে রোববার বাংলাদেশকে ৩৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ডমিনিকায় শুরুতে ব্যাটিং করে উইন্ডিজ ৫ উইকেটে করে ১৯৩ রান। জবাব দিতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে ১৫৮ রান করে। ৩৫ রানের হারে ৩ ম্যাচ সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ।
ম্যাচটাতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা শেষ করে দেন রভম্যান পাওয়েল! ৬ ছক্কায় ২৮ বলে ৬১ রান করেন তিনি। হাফসেঞ্চুরি করেন ওপেনার ব্র্যান্ডন কিং। জবাব দিতে নেমে সাকিব লড়েন অনেকটা একাই। তাইতো জেতা আর হলো না! ৫২ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন সাকিব। এক পর্যায়ে তিনি ছিলেন ৩৭ বলে ৩৫, এরপরই তুলেন ঝড়। কিন্তু শেষ রক্ষা আর হলো না! এদিন এই ইনিংস খেলার পথে টি-টুয়েন্টিতে ২হাজার রান ক্লাবে পা রাখেন। ২ হাজার ও অন্তত ১০০ উইকেট অর্জন করে টি-টুয়েন্টিতে তিনি গড়লেন বিশ্বরেকর্ড। এই ‘ডাবল’ অর্জনে তিনি বিশ্ব ক্রিকেটেই প্রথম।
সাকিব ছাড়াও ম্যাচে লড়াই করেন আফিফ হোসেন ধ্রুবও। ২৭ বলে ৩৪ রান করে থামেন তিনি। নুরুল হাসান সোহান ১৩ বলে করেন ৭। মাহমুদউল্লাহ ১১। মোসাদ্দেক হোসেন করেন ১৫ রান।
জিততে হলে গড়তে হতো রেকর্ড, ক্যারিবিয়ানে সর্বোচ্চ রান তাড়া করে জেতা হলো না। এবার সিরিজের শেষ টি-টুয়েন্টি। যেটি হবে ৭ জুলাই।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৯৩/৫ (কিং ৫৭, মেয়ার্স ১৭, ব্রুকস ০, পুরান ৩৪, পাওয়েল ৬১*, শেফার্ড ৩, স্মিথ ১১*; তাসকিন ৩-০-৪৬-০, শেখ মেহেদি ৪-০-৩১-১, মুস্তাফিজ ৪-০-৩৭-০, সাকিব ৪-০-৩৮-১, শরিফুল ৪-০-৪০-২, মোসাদ্দেক ১-১-০-১)
বাংলাদেশ : ২০ ওভারে ১৫৮/৬ (এনামুল ৩, লিটন ৫, সাকিব ৬৮*, মাহমুদউল্লাহ ১১, আফিফ ৩৪, সোহান ৭, মোসাদ্দেক ১৫, মেহেদি ৫*; আকিল ৪-০-২৭-১, ম্যাককয় ৪-০-৩৭-২, স্মিথ ৩-০-৩২-১, শেফার্ড, পল ১-০-৯-০, ওয়ালশ ৪-০-২৩-০)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।
ম্যাচসেরা: রভম্যান পাওয়েল।
Discussion about this post