ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রীতিমতো ফেভারিট হয়েই টুর্নামেন্ট শুরু করে জেমকন খুলনা। কারণটাও সংগত, দলে যে একসঙ্গে দুই বড় তারকা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুই আইকন দুর্দান্ত না খেললেও প্রথম ম্যাচটাতে ঠিকই জয় তুলে নিয়েছিল দলটি। কিন্তু বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচেই এসে হোঁচট খেলো ফেভারিটরা।
সাকিব-মাহমুদউল্লাহর জেমকন খুলনাকে চমকে দিয়েছে রাজশাহী। প্রথম ম্যাচে জয়ের পর বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই এসে হার দেখল খুলনা।
নাজমুল হোসেন শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহী বৃহস্পতিবার জেমকন খুলনাকে হারাল ৬ উইকেটে, অনায়াসে।
বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা ২০ ওভারে করে মাত্র ১৪৬ রান। জবাবে নেমে ১৬ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে রাজশাহী।।
ম্যাচটিতে ঠিক অধিনায়কের মতোই খেলেছেন নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটে ৩৪ বলে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস। একইসঙ্গে দাপট ছিল রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল ও ফজলে মাহমুদ রাব্বির।
রনি করেন ২০ বলে ২৬ রান। দুটি করে চার ও ছক্কায় ১৬ বলে রাব্বির সংগ্রহ ২৪। ম্যাচে আশরাফুল ২২ বলে অপরাজিত ২৫। নুরুল হাসান সোহান শেষ দিকে ৭ বলে ১১* রান তুলে দলকে এনে দেন অনায়াস জয়।
আগের ম্যাচেও এখানেো্ ব্যাটে বলে তেমন কিছু করা হয়নি সাকিব আল হাসানের। ৯ বলে ১২ রানে আউট। আর বল হাতে উইকেট শূন্য। ম্যাচে এনামুল হক ২৪ বলে ২৬ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ মাত্র ৭ রান।
তবে আরিফুল-শামীম কিছুটা লড়াই করেন। ৩ চার ও ২ ছক্কায় ২৫ বলে ৩৫ রান পেয়েছেন শামীম। ইনফর্ম আরিফুল ৩১ বলে ৪১ রান। তারপরও তাদের সংগ্রহটা মামুলি বানিয়ে ছেড়েছে রাজশাহী। বুঝিয়ে দিয়েছে ২০ ওভারের ক্রিকেটে ফেভারিট বলে কিছু নেই!
সংক্ষিপ্ত স্কোর-
জেমকন খুলনা: ২০ ওভারে ১৪৬/৬ (এনামুল ২৬, ইমরুল ০, সাকিব ১২, মাহমুদউল্লাহ ৭, জহুরুল ১, আরিফুল ৪১*, শামীম ৩৫, শহিদুল ১৭*; ইবাদত ৪-০-২৭-১, মেহেদি ৪-০-২৩-১, মুকিদুল ৪-০-৪৪-২, সানি ৩-০-১৭-১, ফরহাদ ৪-০-২৯-০, ইমন ১-০-৫-০)।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: ১৭.২ ওভারে ১৪৭/৪ (শান্ত ৫৫, ইমন ২, রনি ২৬, আশরাফুল ২৫*, ফজলে রাব্বি ২৪, সোহান ১১*; সাকিব ৪-০-২৭-০, শফিউল ৩-০-২৪-০, আল আমিন ২-০-১৩-১, শহিদুল ৩-০-২৭-১, মাহমুদউল্লাহ ১-০-১১-০, রিশাদ ৩-০-৩৪-২, শামীম ১.২-০-৯-০)।
ফল: মিনিস্টার গ্রুপ রাজশাহী ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত
Discussion about this post