সাকিব আল হাসান মানেই যেন তারকার তারকা। নির্ভরতার প্রতীক। তার ম্যাজিকেই ছন্দে ফরচুন বরিশাল। অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্সে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি। শনিবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারাল বরিশাল।
চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স হারের বৃত্ত থেকে বের হতে পারছে না। সাকিবদের কাছে হেরে হারের অনাকাংখিত হ্যাটট্রিক করেছে ইমরুল কায়েসের দল।
চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিন শনিবার টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৭৭ রান তুলে বরিশাল। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৬৫ রানে আটকে যায় কুমিল্লা। ১২ রানে জিতে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরিশাল। এক ম্যাচ কম খেলে শূন্য পয়েন্ট নিয়ে কুমিল্লা সবার নীচে।
এদিন ব্যাটিংয়ে নেমে ৪৫ বলে ৮১ রানের সঙ্গে ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। ম্যাচের সেরা তিনিই।
সংক্ষিপ্ত স্কোর-
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৭৭/৬ (মিরাজ ৬, এনামুল ২০, চতুরাঙ্গা ২১, সাকিব ৮১, ইব্রাহিম ২৭, ইফতিখার ৫, মাহমুদউল্লাহ ০, জানাত ১০; হাসান ৪-০-৩৮-০, তানভীর ৪-০-৩৩-৪, মুস্তাফিজ ১-০-৩-০, নাঈম ৩-০-৩৫-১, খুশদিল ৪-০-৩১-১, মোসাদ্দেক ৪-০-৩৫-০)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৬৫/৭ (লিটন ৩২, রিজওয়ান ১৮, ইমরুল ২৮, ওয়াল্টন ১৪, খুশদিল ৪৩, জাকের ০, মোসাদ্দেক ২৭, হাসান ১, নাঈম ১; সাকিব ৩-০-১১-১, চতুরাঙ্গা ৪-১-২৪-১, সানজামুল ১-০-১০-০, কামরুল ২-০-২১-১, অনিক ২-০-২২-০, মিরাজ ২-০-২৫-০, ইফতিখার ৪-০-৩৩-১, জানাত ২-০-১৯-১)
ফল: ফরচুন বরিশাল ১২ রানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
Discussion about this post