আগের সেই চেনা ফর্ম ফিরে পাওয়ার পথে রয়েছেন মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে সফল কাটার মাস্টার। তাইতো সিরিজ শেষে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা উন্নতি হয়েছে তিন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মুস্তাফিজের। নিজেদের শততম টেস্টে ৪ উইকেটের জয় এগিয়ে দিয়েছে টাইগার ক্রিকেটারদের।
সিরিজ সেরা সাকিব আল হাসান সংগত হিসেবেই বেশ এগিয়ে গেছেন। ব্যাটিং তালিকায় পাঁচ ধাপ এগিয়ে প্রথমবারের মতো ২১ নম্বরে উঠে এসেছেন তিনি। সিরিজে শতরান এসেছে তার ব্যাট থেকে। অধিনায়ক মুশফিক টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে আছেন এখন ২৮। ৯ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন তামিম ইকবাল। কশ্বোতে ম্যাচসেরা তো তিনিই।
এদিকে ২০ ধাপ এগিয়ে বোলিং র্যাঙ্কিংয়ে ৪৭তম স্থানে উঠে এসেছেন মুস্তাফিজ। ১৭তম স্থানে সাকিব। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তো রবিচন্দ্রন অশ্বিনকে টপকে শীর্ষ উঠে এসেছেন তিনি।
এবার চলুন দেখে নেই টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা দশ-
সেরা দশ ব্যাটসম্যান-
স্টিভেন স্মিথ, চেতশ্বর পুজারা (+৪), জো রুট, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন (-৩), আজহার আলী (+১), ইউনিস খান (+১), ডেভিড ওয়ার্নার (-৩), হাশিম আমলা, কুইন্টন ডি কক (+৭)।
সেরা দশ বোলার-
রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন (-১), রঙ্গনা হেরাথ (+১), জস হ্যাজেলউড (-১), জেমস অ্যান্ডারসন (+২), স্টুয়ার্ট ব্রড (+২), ডেল স্টেইন, কাগিসো রাবাদা (-৩),ভারনন ফিল্যান্ডার, নিল ওয়াগনার।
সেরা পাঁচ অলারাউন্ডার-
সাকিব আল হাসান (+১), রবীচন্দ্রন অশ্বিন (-১), রবিন্দ্র জাদেজা, বেন স্টোকস (+১), মিচেল স্টার্ক (-১)।
Discussion about this post