ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এখনো করোনাভাইরাস বিদায় নেয়নি। বরং প্রতিদিনই বাড়ছে আক্রান্তদের সংখ্যা। এ অবস্থায় ব্যক্তিগত উদ্যোগে অনেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। ক্রিকেটাররাও নিজেদের প্রিয় সরঞ্জাম তুলছেন নিলামে। এরইমধ্যে তহবিল গঠনের জন্য নিজেদের ঐতিহাসিক ব্যাট নিলামে তুলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
বিশ্বকাপে ঝড় তোলা সাকিবের ব্যাট বিক্রি হয় ২০ লাখ টাকায়। মুশফিক যে ব্যাটে দেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেন সেটি ১৭ লাখ টাকায় কিনেন পাকিস্তানের ক্রিকেটার শহিদ আফ্রিদি। একইসঙ্গে সৌম্য সরকার, তাসকিন আহমেদ, আকবর আলী অনলাইন নিলামে নিজেদের ব্যবহার করা ব্যাট–গ্লাভস ইত্যাদি বিক্রি করেছেন।
তারকা ক্রিকেটার মাশরাফি বিন বিন মুর্তজা বিক্রি করেন তার ১৮ বছরের সঙ্গী প্রিয় ব্রেসলেট। ৪২ লাখ টাকা বিক্রি হলেও এটি থাকবে মাশরাফির কাছেই।
এ অবস্থায় নিলামে অংশ না নিলেও সাকিব-মুশফিকের ইতিহাস গড়া ব্যাট ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সভাপতি নাজমুল হাসান পাপন এই আশাবাদ ব্যক্ত করেন। এদিন জাতীয় ক্রীড়া পরিষদে করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
চেক প্রদান অনুষ্ঠান শেষে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি অবশ্যই উদ্যোগ নেব। এখন এখানে তো আমরা নিলামে অংশ পারি না। পরে আমরা চেষ্টা করব কীভাবে রাখা যায়। যদি সুযোগ থাকে, সেগুলোকে ফেরত আনার চেষ্টা করব আমরা।’
করোনাভাইরাসে বন্ধ খেলা। এমন সময়ে অনলাইনে টকশো করে আলোচনায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই ক্রিকেটারের ফেসবুক লাইভ অনুষ্ঠান নজরে এসেছে বিসিবি সভাপতির। তার চমৎকার উপস্থাপনা দেখে পাপন কলেন, ‘বলতেই হবে খুব ভালো করছে তামিম। তার অনুষ্ঠানের মানও ভালো। এটি খুবই প্রশংসনীয় একটি ব্যাপার।’
Discussion about this post