ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগেই নিশ্চিত ছিল নতুন জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। পরিকল্পনা মতোই হচ্ছে সবকিছু। রোববার নতুন জার্সি পেয়ে গেলেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকেই নতুন জার্সিতে দেখা যাবে টাইগার ক্রিকেটারদের।
তবে জার্সি সোশ্যাল মিডিয়াতে দেখেই শুরু হয় তুমুল সমালোচনা। কারণ জার্সিতে স্পন্সর কোম্পানির নাম বড় করে থাকলেও ছিল না বাংলাদেশ শব্দটি। শেষ অব্দি এনিয়ে সমালোচনার ২ ঘন্টা যেতেই দেখা মিলল জার্সিতে বাংলাদেশের নাম।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশেষ জার্সির পরিকল্পনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জার্সিতে মুক্তিযুদ্ধে বাঙালির স্মারক চিহ্ন থাকবে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এ বছরই মুক্তির পঞ্চাশ বছর। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিসিবি জার্সিতে রাখছে মুক্তিযুদ্ধের স্মারক।
গণমাধ্যমে আকরাম খান বলেন, ‘দেখুন, পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড ও প্লেয়াররা এতে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ, যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটি উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি। জার্সিটা কিন্তু আমাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ ও লাল দিয়ে করা। এখানে অন্য কোনো রঙ নেই। আমাদের পতাকায় লাল সূর্য যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। স্বাধীনতার পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছেন, যেভাবে স্বাধীনতা উদযাপন করেছেন সেটা তুলে ধরেছি। পাশাপাশি আমাদের স্মৃতিসৌধও জার্সিতে তুলে ধরেছি আমরা।’
করোনার কারণে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর আয়োজন মুজিববর্ষের মেয়াদ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। তার অংশ হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সিরিজটি বিসিবি নামকরণ করল বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২১ নামে।
এই আয়োজনে নতুন এক জার্সিতে নামবে টাইগাররা। দেখে নিন কেমন সেই জার্সি।
Discussion about this post