ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা যাবে এই তারকা অলরাউন্ডারকে। সাকিব ফেরায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন তারই সতীর্থ মোহাম্মদ সাইফউদ্দিন।
প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। তার আগে এখন চলছে অনুশীলন ক্যাম্প। মিরপুরে জৈব সুরক্ষা বলয়ে থেকে মঙ্গলবার কথা বললেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। চলুন দেখে নেই ভিডিও বার্তায় কি বললেন তিনি।
নিজের ইনজুরি প্রসঙ্গে..
আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব চিন্তিত ছিলাম সিরিজের আগে রিকভারি করে উঠতে পারবো কিনা। বায়েজিদ ভাই অনেক সাহায্য করেছে আমাদের ট্রেনার, শাওন ভাই ছিল ফিজিও উনিও অনেক সাহায্য করেছে। উনাদের নির্দেশনা মতে লাস্ট কয়দিন হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছি, ওভার অল ভালো।
সাকিব ফিরছেন এই সিরিজে..
অনেক খুশির বিষয়, প্রকাশ করার মত না। ঘর বন্দী ছিলাম, এর মধ্যে ঘরোয়া খেললাম। আসলে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় গর্বের বিষয়। আর সবচেয়ে বড় কথা আমাদের মাঝে এক বছর পর সাকিব ভাই ফিরে এসেছে এ কারণে ভালো লাগাটা অন্যরকম। আর যেহেতু ঘরের মাঠে আমাদের হোম সিরিজ তাই বাড়তি উদ্দীপনা জোগাচ্ছে আমাদের।
সিরিজে নিজেদের সম্ভাবনা প্রসঙ্গে
আলহামদুলিল্লাহ লাস্ট তিনদিন সতর্কতা নিয়ে প্র্যাকটিস করলাম ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই করলাম। লাস্ট দুইটা টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আমাদের পেসাররা অনেক ভালো করেছে এ কারণে এ জায়গাটা বেশ আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে দলে সুযোগ পাওয়া বা সেরা একাদশে সুযোগ পাওয়া। এ জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি বাকিটা আল্লাহর হাতে। সবমিলিয়ে সেশনগুলো খুব উপভোগ করছি। সামনে আরও সুযোগ পাবো প্র্যাকটিসের, ইভেন আমাদের প্রস্তুতি ম্যাচও আছে। আমরা প্রস্তুতি নিচ্ছি অনুশীলন সেশনগুলো থেকে।
Discussion about this post