ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময়টা ভাল যাচ্ছে না তার। কিছুদিন আগেই সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলতে গিয়ে ইনজুরিতে পড়লেন। চটজলদি দুবাইয়ে বৃদ্ধাঙ্গুলিতে অস্ত্রোপচার শেষে ফিরেছেন দেশে। সেই ধাক্কা সামলে ফেরার লড়াইয়ে আছেন মুমিনুল হক। লক্ষ্য জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা।
সফরকারীদের সঙ্গে দুই টেস্টের সিরিজে খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে মুমিনুল হকই নেতৃত্ব দেবেন দলকে। তার আগে শুরু করলেন চোট কাটিয়ে উঠার লড়াই।
মুমিনুল মঙ্গলবার মুখোমুখি হলেন গণমাধ্যমের। চলুন দেখে নেই কী বললেন টেস্ট অধিনায়ক।
প্রশ্ন: বাংলাদেশ টেস্ট কম খেলে, অভ্যস্ততা কম থাকে, তারপর এখন এক বছর পর টেস্ট খেলবে..
মুমিনুল: শুধু আমরা না। বর্তমান যেই অবস্থা, এই অবস্থায় সবারই একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে ইতিবাচকভাবে চিন্তা করা ভালো। করোনার পর শুধু আমরা না, বিশ্বের অনেক দলই এই সমস্যায় ভুগতে হচ্ছে। যারা অনেক বেশি খেলছে, তাঁরা আবার জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থাকবে। এটাও একটা চ্যালেঞ্জের বিষয়। জিনিসটা আপনি কিভাবে নেবেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডে বাজেভাবে হেরে এসেছে…
মুমিনুল: এভাবে ধরতে গেলে অনেক কিছুই চলে আসবে। ওরা এর আগে তিন-চারটা সিরিজ খেলেছে। জৈব সুরক্ষায় খেলেছে। মানসিকভাবে একটু পিছিয়ে থাকতে পারে। অবশ্য একটা টেস্ট সিরিজ হেরে আসলে এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক।
প্রশ্ন: জৈব সুরক্ষায় থেকে আন্তর্জাতিক সিরিজে পুরোপুরি সেরাটা দেওয়া সম্ভব কিনা
মুমিনুল: এটা পুরোটাই মানসিক ব্যাপার। আন্তর্জাতিক ম্যাচ তো এখনো খেলিনি জৈব সুরক্ষায় থেকে। খেলার পর অভিজ্ঞতা বলতে পারব। এখন যতদিন ভ্যাকসিন না আসছে এভাবেই খেলতে হবে। এটাকে মাথায় না নিয়ে ইতিবাচকভাবে চিন্তা করতে হবে।
প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজের বর্তমান ফর্ম বাজে…
মুমিনুল: ওরা টানা সিরিজ হেরে আসছে এর মানে এই না যে ওদের আপনি এখানে হারিয়ে দেবেন। ওদের সঙ্গে খেলতে হলে আপনার পুরো চেষ্টা দিয়েই খেলতে হবে। ইতিবাচক দিক একটাই, ওরা একটু হতাশ থাকবে। তবে এর মানে এই না যে ওদের আপনি ছেড়ে দেবেন।
প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজও তো মুখিয়ে থাকবে ভাল কিছু করতে।
মুমিনুল: হ্যাঁ অবশ্যই। এটাও হতে পারে যে ওরা এই সিরিজ জয়ের জন্য অতিরিক্ত চাপ নিয়ে নেবে। ওরা তিনটা সিরিজ জৈব সুরক্ষা বলয়ে ছিল। এটাও সহজ না।
প্রশ্ন: বাংলাদেশ সেদিক থেকে অনেকটা ফ্রেশ মানসিকতা নিয়ে নামবে?
মুমিনুল: এটাও হতে পারে যে ওরা জানে কিভাবে জৈব সুরক্ষা বলয়ে খেলতে হয়। ওরা এদিক থেকে কিছুটা এগিয়ে থাকবে।
প্রশ্ন: আপনার চোটের কি অবস্থা?
মুমিনুল: পুনর্বাসন চলছে। প্রস্তুতি ম্যাচ আছে টেস্ট সিরিজের আগে। আশা করছি টেস্ট সিরিজের প্রস্তুতি ম্যাচে খেলতে পারব।
প্রশ্ন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ উইন্ডিজের বিপক্ষে। কতোটা প্রস্তুত দল?
মুমিনুল: টেস্ট খেলতে গেলে আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপ চিন্তা করে খেলতে পারবেন না। করোনার পর বাংলাদেশে এই প্রথম খেলা শুরু হচ্ছে। আমরা যারা সুযোগ পাব তাদের সবাই দেখবেন ১০০ ভাগ দিয়ে ভালো করার চেষ্টা করবে। ওইভাবে চিন্তা করলে আমরা টেস্ট সিরিজটা ভালোভাবে শেষ করতে পারব। টেস্ট চ্যাম্পিয়নশিপ চিন্তা করলে চাপ আসবে, আপনাদের প্রত্যাশা আসবে। অনেক নেতিবাচক বিষয় চলে আসবে। এসব চিন্তা না করে শুধু ভালো খেলার সুযোগটা কাজে লাগানোর চিন্তা করতে হবে।
প্রশ্ন: টেস্ট ক্রিকেটের আগে টি-টুয়েন্টি খেলল দল। কতোটা ভাল হলো এই প্রক্রিয়া…
মুমিনুল: করোনার কারণে এমন নয় যে আমরা আমাদের প্রক্রিয়া থেকে সরে এসেছি। আমরা মাঝে যে অনুশীলন করেছিলাম শ্রীলঙ্কা সিরিজ হবে ধরে। তখনও আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছিলাম। প্রক্রিয়া কখনো বদলাবে না। আমরা আবার আগের জায়গা থেকেই শুরু করব।
সাকিবের ফিরে আসা প্রসঙ্গে…
মুমিনুল: অবশ্যই তরুণ অধিনায়ক হিসেবে এটা আমার জন্য স্বস্তির বিষয়। সাকিব থাকবে দলে ভালো ভারসাম্য তৈরি হয়। ভালো দিক আমাদের জন্য। অনেক অভিজ্ঞ ক্রিকেটার। চ্যাম্পিয়ন ক্রিকেটার।
Discussion about this post