সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার দুবাই যাচ্ছে বাংলাদেশ দল। নুরুল হাসান সোহানের নেতৃত্বে এই সিরিজের জন্য আজ বুধবার বাংলাদেশ টি-টুয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই এই দলে। সিপিএলে খেলছেন তিনি। ই কারণে ছুটিতে আছেন সাকিব!
আগামী ২৫ ও ২৭ সেপ্টেম্বর দুবাই ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত আটটায় খেলাগুলো শুরু হবে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ টি-টুয়েন্টি দল-
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।
Discussion about this post