সদ্য শেষ আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত বল করেছেন সাকিব আল হাসান, নাসুম আহমেদ। সেই পুরস্কারটাও পেয়ে গেলেন দু’জন। আইসিসির বোলারদের র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন দুই স্পিনার। পাশাপাশি টি-টুয়েন্টির ব্যাটিংয়ে এগোলেন লিটন দাস।
বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। যেখানে বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। নাসুমের এগিয়েছেন ১৭ ধাপ। সিরিজে বল হাতে দুই ম্যাচে ৪ উইকেট তুলেছেন সাকিব। যোগ হয়েছে ৩২ রেটিং পয়েন্ট। শাহিন শাহ আফ্রিদির সমান ৬১৬ রেটিং পয়েন্ট নিয়ে ১৬তে সাকিব।
১ উইকেট পেলেও দুই ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ ওভারে ৩৫ রান দিয়েছেন নাসুম। তিনি পেলেন ৫৫ রেটিং পয়েন্ট। ৫০ থেকে ৩৩ নম্বরে তিনি। ৪ উইকেট পাওয়া তাসকিন এগোলেন ৩ ধাপ। ক্যারিয়ার সেরা ৫৫৮ রেটিং নিয়ে ৩৫ থেকে ৩২ নম্বরে এই টাইগার পেসার।
টি-টুয়েন্টিতে ৭১৩ রেটিং নিয়ে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেই আছেন রশিদ খান। ৬ নম্বর থেকে ৭ নম্বরে নেমেছেন ফজলহক ফারুকি। তার জায়গায় এসেছেন অ্যাডাম জ্যাম্পা।
ব্যাটিংয়ে লিটন দাস তিন ধাপ এগিয়ে ২১ নম্বর থেকে যৌথভাবে ১৮ নম্বরে। রেটিং পয়েন্ট ৫৮৮। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই শীর্ষে। ছয় ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নাজমুল হোসেন শান্ত।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৯০৬ রেটিং নিয়ে শীষে সুর্যকুমার যাদব।
এদিকে অলরাউন্ডারদের মধ্যে ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরেই আছেন বাংলাদেশের সাকিব। দুই ম্যাচে ৩৭ রান ও ৪ উইকেটের সৌজন্যে পেয়েছেন ১৯ পয়েন্ট। দুইয়ে হার্দিক পান্ডিয়া। সাপ্তাহিক হালনাগাদে টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন (৮৮৪ রেটিং পয়েন্ট)।
Discussion about this post