এইতো আগের ম্যাচের তার ব্যাটে ছিল ঝড়ো এক হাফসেঞ্চুরি। কিন্তু এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিজের দ্বিতীয় ম্যাচে এসেই ব্যর্থ তামিম ইকবাল। একইভাবে হতাশ করেছেন আরেক টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। আর তাইতো শনিবার রাতে পেশোয়ার জালমিকে শেষ বলের নাটকে ৫ উইকেটে হারাল ইসলামাবাদ ইউনাইটেডকে।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে পেশোয়ার। তারা ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে করে ১৩৬ রান। ৮ বলে মাত্র ৪ রান করে সাজঘরের পথ ধরেন তামিম। সাকিব ৭ বলে ৫ রান। ব্যর্থ তাদের অন্য সতীর্থরাও। ওয়েন মর্গ্যানের ব্যাটে ২৮ রান। ২৩ রান করেন ওয়াহাব রিয়াজ।
২৬ রান দিয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ সামি।
সেই রানের জবাবে নেমে শেষ বলে এসে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে ইসলামাবাদ। জয়ের জন্য শেষ ওভারে তাদের দরকার ছিল ৬ রান। ৫ম বলে দুই দলের স্কোর সমান হওয়ার পর ওয়াটসন ৩০ রান করে ফিরে গেলে সুপার ওভার সম্ভাবনা জেগে উঠে। আমাদ বাট শেষ বলে ১ রান নিয়ে জয় এনে দেন। ৭২ রানে অপরাজিত ডোয়াইন স্মিথ।
৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব। কিন্তু বাজে ফিল্ডিং করেছেন তিনি। জীবন দিয়েছেন জয়ের নায়ক স্মিথকে।
Discussion about this post