ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ের বিপক্ষে দলের দুই সেরা তারকাকে ছাড়াই খেলছে বাংলাদেশ। এর আগে এশিয়া কাপেও তাদের ছাড়াই সাফল্য এসেছে। তবে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে পাওয়া যাবে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। মঙ্গলবার এমনই খুশির খবর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই হয়তো আমরা সাকিব-তামিমকে পাবো। এমনই আশা করছি। হয়তো শুরু থেকেই পাবো না, তবে আশা করছি পাবো।’
সামনেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। এর আগে ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইট ওয়াশ করেছে দল। এখানে কেমন হবে? আকরাম খান বলছিলেন, ‘ওয়ানডে সিরিজের প্রথমটা নড়বড়ে থাকলেও সিরিজটা আমরা জিতে গেছি। সিরিজের প্রথম ম্যাচ জিতলে মানসিকভাবে দল এগিয়ে থাকে। বাংলাদেশ দাপট নিয়ে খেলেছে। এটা সত্যি যে, আমরা ওয়ানডে বা টি-টুয়েন্টি যেভাবে খেলি, টেস্টে আমাদের তেমন সাফল্য নেই। তবে আশা করি এই সিরিজেও দল ভালো করবে। যদিও আমাদের সেরা দুজন খেলোয়াড় এই মুহূর্তে নেই। তাদেরকে হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাবো আমি মনে করি এটা আমাদের তরুণদের জন্য দারুণ সুযোগ।’
অবশ্য টেস্টে বাংলাদেশের বোলিং আক্রমণটাও তেমন শক্তিশালী নয়। এ প্রসঙ্গে আকরাম জানাচ্ছিলেন, ‘এখনো কিছু জায়গা আছে, যেখানে আমাদের কোয়ালিটি প্লেয়ারের ঘাটতি পূরণ করত হবে। আপনারা দেখেছেন টেস্টে কিছু নতুন খেলোয়াড় আছে, তারা কেমন পারফর্ম করে সেটা দেখতে হবে। টেস্ট জিততে হলে ২০টি উইকেট নিতে হবে। অর্থাৎ ব্যাটসম্যানদের সাথে বোলারদেরও ভালো করতে হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে ৩ নভেম্বর, সিলেটে।
Discussion about this post