করোনার থাবায় পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) থমকে আছে গত মার্চ থেকেই। তবে টুর্নামেন্ট বাতিলের সম্ভাবনা নেই। নতুন সূচি জানাচ্ছে- আগামী জুনে ফের শুরু হবে পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট। বাকি ম্যাচগুলোর জন্য ড্রাফটে উঠবেন ক্রিকেটাররা। সেই তালিকায় আছেন সাকিব আল হাসান, তামিম ইকবালরাসহ আরও ৫ বাংলাদেশি ক্রিকেটার আছেন এ তালিকায়।
করোনা সংক্রমণের শঙ্কা নিয়েই শুরু হয়েছিল এবারের পিএসএল। ৪ মার্চ প্রায় সাত জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়লে বিপাকে পড়েন আয়োজকরা। এরপরই বন্ধ হয়ে যায় মাঠের ক্রিকেট। তবে এরপরই জানানো হয়-আগামী ১ জুন ফের মাঠে গড়াবে টুর্নামেন্টের বাকি অংশ। চলবে ২০ জুন অব্দি। তার আগে ফের নিলাম। এর কারণ ঘরোয়া টি-টুয়েন্টি আসর ভাইটালিটি ব্লাস্ট চলার কারণে অনেক ইংলিশ ক্রিকেটারই আসতে পারবেন না।
এ অবস্থায় নিলামে উঠবেন ১৩২ ক্রিকেটার। এখানে রয়েছে পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের নাম। প্ল্যাটিনাম ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, আন্দ্রে রাসেল ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।
ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল। সঙ্গী উসমান খাজা, জেমস ফকনার, অ্যাডাম মিলনে ও মরনে মরকেল। সিলভার ক্যাটাগরিতে তিন বাংলাদেশি ক্রিকেটার- সাব্বির রহমান, লিটন দাস ও পেসার তাসকিন আহমেদ। আগামী সপ্তাহে ভার্চুয়াল সেশনে অনুষ্ঠিত হবে ড্রাফট।
Discussion about this post