পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নারী বিশ্বকাপের ইতিহাস গড়ল বাংলাদেশ। দেখা পেল প্রথম জয় যা কীনা পাকিস্তানের বিপক্ষেও প্রথম জয়। পাকিস্তানের মেয়েদের ৯ রানে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। সোমবার হ্যামিল্টনের সেডন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২৩৪ রান। জবাবে নেমে ৯ উইকেট হারিয়ে ২২৫ রানে আটকে যায় পাকিস্তানের মেয়েরা।
এই জয়ের পর বাংলাদেশের মেয়েরা প্রশংসার বন্যায় ভাসছেন। নারী দলের সাফল্যে উচ্ছ্বসিত দেশের বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান-মুশফিকুর রহিমসহ অনেকেই। নারী দলকে নিয়ে এক শব্দের একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘অভিনন্দন।’
বাংলাদেশ নারী দলকে শুভেচ্ছা জানিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানও। এই তারকা লিখেছেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় তুলে নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে নারী ক্রিকেট দলকে জানাই অসংখ্য শুভেচ্ছা।’ জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এখন আছেন দক্ষিণ আফ্রিকা সফরে। তিনি লিখলেন, ‘পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয়ে নারী টাইগ্রেসদের জন্য থাকলো অভিনন্দন। সাবাশ বাংলাদেশ।’
টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘অনেক বড় মুহূর্ত। অভিনন্দন বাঘিনীরা।’ জাতীয় দলের তারকা উইকেটরক্ষক মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমাদের বাঘিনীদের অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচ জেতায়। প্রথম জয়টা সবসময়ই বিশেষ। কী দারুণ ম্যাচ। আমাদের দলকে নিয়ে গর্বিত।’
ঠিক তাই, গোটা বাংলাদেশ নারী ক্রিকেটারদের নিয়ে গর্বিত! বিশ্বকাপে প্রথম জয় বলে কথা।
Discussion about this post