ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দশ মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অন্য দিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছে লাল-সবুজ নারী ক্রিকেটাররা। সাকিব আল হাসান-তামিম ইকবালরা যখন ওয়ানডে সিরিজ খেলায় ব্যস্ত তখন সিলেটে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন জাহানারা আলমরা। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে সাকিব-তামিমদের পারফরম্যান্স তাঁদের অনুপ্রাণিত করছে বলে জানান জাহানারা।
দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরলেও পুরো সিরিজ জুড়ে দাপট দেখিয়েছেন সাকিব-তামিমরা। বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব-মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানরা। ব্যাট হাতে কম যাননি অধিনায়ক তামিমও। ছেলেদের এমন পারফরম্যান্সে খুশি তাঁরা। সেই সঙ্গে নারী ক্রিকেট দল ফিরলে ভালো করবে বলে বিশ্বাস জাহানারার,‘অবশ্যই খুবই আনন্দিত আর তা অনুপ্রাণিত করে। ভাইয়ারাও প্রায় ১০ মাস ১০ দিন পরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সবাই খুব দারুণ পারফম্যান্সের মধ্যে আছে। তাই এটা আসলেও অনুপ্রাণিত করে আমাদেরকে। আমরা খুবই খুশি। আমাদের বিশ্বাস আমরা যখন করবো যখন আমরাও আন্তর্জাতিক ম্যাচ শুরু করবো আমরাও দারুণ পারফর্ম করবো।’
গেল বছরের শেষ দিকে বেশ কয়েকজন নারী ক্রিকেটার এককভাবে অনুশীলন শুরু করলেও চলতি মাসের শুরুর দিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলীয় অনুশীলনে নেমেছে নারী দল। নিজেদের ঝালিয়ে নেয়ার পাশপাশি প্রায় ৫-৬টি ম্যাচ খেলেছে তাঁরা। দীর্ঘদিন খেলার বাইরে থাকার পর বিসিবির আয়োজনে খুশি নারী ক্রিকেটাররা। এ ব্যাপারে জাহানারা বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো প্রস্তুতি নিচ্ছি। আর প্রায় ১০ মাস পরে আমরা মাঠে ফেরার সুযোগ হয়েছে আমাদের এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর ভাবে জৈব সুরক্ষা বলয় আয়োজন করেছে।আসলেও আমরা খুব আনন্দিত যে ক্রিকেট আবারো শুরু হয়েছে। ইনশাআল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটও আবার মাঠে গড়াবে। ইতোমধ্যেই ক্যাম্পের মধ্যে ৩-৪ টি ম্যাচ খেলে ফেলেছি এর সঙ্গে ম্যাচের আবহ তৈরি করেও ২টি ম্যাচ হয়েছে।’
জাহানারা আরও বলেন, ‘প্রায় ৬ টি ম্যাচ খেলে ফেলেছি। আগামীতে আরও ৩-৪ টি ম্যাচ আছে। তাই সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে লম্বা সময় যে আমরা খেলার বাইরে ছিলাম তা মনেই হচ্ছে না কারণ একটি নির্দিষ্ট সময় পরে বিসিবি কিন্তু আমাদের দারুণ সব সুযোগ সুবিধা দিয়েছিলো যার যার বিভাগেই। তার মধ্যে থেকেই নিজেদের পর্যাপ্ত প্রস্তুত করার সময় পেয়েছি। তাই এখন মনে হয় বেশ ভালো অবস্থানে আছি আর এখান থেকেই সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।’
করোনার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছে টাইগ্রেসরা। তবে চেনা পরিবেশে ফিরতে তারা মুখিয়ে আছেন বলে জানিয়েছেন জাহানারা,
‘অবশ্যই মুখিয়ে আছি কারণ বেলা শেষে আন্তর্জাতিক ক্রিকেটটাই কিন্তু আমাদের কাছে আসল। আমরা দেশের প্রতিনিধিত্ব করি, দেশের জন্য খেলি। আমার বিশ্বাস এখান থেকে প্রস্তুতি নিয়ে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। সামনে যে টুর্নামেন্টগুলো আছে সেগুলো আমাদের জন্য খুবই জরুরি বাংলাদেশ নারী দলের জন্য। আমরা চেষ্টা করবো যে ওই টুর্নামেন্ট গুলোতে ভালো ভাবে জয় আনার জন্য।’
Discussion about this post