দলের দুই সেরা তারকাকে ছাড়াই ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়তে হচ্ছে বাংলাদেশকে। সাকিব আল হাসানের পর ছিটকে গেছেন তামিম ইকবালও। তবে তাদের ছাড়াই প্রোটিয়াদের সঙ্গে লড়তে প্রস্তুত টাইগাররা। মুশফিকুর রহীম জানিয়ে রাখলেন এই দুই তারকাকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট ড্র করেছিল দল।
২০১৩ সালে সাকিব অঅর তামিমকে ছাড়া প্রথম খেলতে নেমেছিল বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় টেস্ট শুরু হবে। তার আগের মুশফিক বললেন, ‘আমাদের জন্য একটা ভালো সুযোগ এখানে ভালো কিছু করার। আমি যদি ভুল না করে থাকি, এই দুই জনকে ছাড়া আমরা সম্ভবত শেষ টেস্ট খেলেছিলাম গলে। সেই টেস্ট আমরা ড্র করেছিলাম। সেটাও কিন্তু আমাদের জন্য অত সহজ ছিল না। ওই সময়ে শ্রীলঙ্কা দলে যে ক্রিকেটাররা ছিলেন তারা এখনকার ক্রিকেটারদের চেয়ে অনেক ভালো ছিলেন।’
অবশ্য সেই ম্যাচে মুশফিকের ব্যাট হেসে উঠেছিল। বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিটি করেছিলেন তিনি। তারপর ১ম ইনিংসে ৬৩৮ রানের বড় সংগ্রহের ওপর ভর দিয়ে ম্যাচ ড্র করে টাইগাররা। সাকিব-তামিমকে ছাড়াই সেই ম্যাচে খেলে দল। মুশফিক বললেন, ‘যখন আপনার সেরা দুই খেলোয়াড় থাকবে না, তখন আমি বলবো এটা অনেক বড় একটা ধাক্কা। ওদের খুব দরকার ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রথম টেস্ট আমরা খুব বাজেভাবে হারের পর আরো বেশি প্রয়োজন ছিল তাদের।’
স্বস্তির খবর সৌম্য সরকার চোট থেকে সেরে উঠেছেন। শুক্রবার থেকে শুরু হওয়া টেস্টে সূচনায় ইমরুল কায়েসের সঙ্গে জুটি বাধবেন তিনি। দুই দলের মধ্যকার টেস্ট ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও জিটিভি।
Discussion about this post