নেতৃত্বের নতুন অভিষেকে অবশ্য দলকে জেতাতে পারেন নি তিনি। তবে ক্যারিয়ারের শততম টি-টুয়েন্টিতে ঠিকই জ্বলসে উঠেছেন। বল হাতে দেখিয়েছেন দাপট। আফগানিস্তানের বিপক্ষে দল হারলেও নিজে সফল। সাকিব আল হাসান তার পথ ধরে এগিয়ে গেলেন। আইসিসি টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের তালিকায় ৮ ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বোলারদের মধ্যে সাকিবের অবস্থান এখন ১৯তম।
এশিয়া কাপে মঙ্গলবার আফগানদের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। কিন্তু সাকিব ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ডট বল দেন ১২টি।
টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে শেখ মেহেদি হাসান। এক ধাপ নিচে নেমে ১৬ নম্বরে এই অফ স্পিনার। নাসুম আহমেদ দুই ধাপ পিছিয়ে ২২তম স্থানে। দুঃসময়ে থাকা পেসার মুস্তাফিজুর রহমান ৩১ নম্বরে।
টি-টুয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। দুইয়ে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। রশিদ খান তিন নম্বরে। নবম স্থানে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট নেওয়া বোলার রশিদ খান।
টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে ২৭ বলে ২৫ রান তুলে তিনি দুই ধাপ এগিয়ে ৩৮তম স্থানে। মোহাম্মদ নাঈম শেখ ৪০তম। পিছিয়েছেন আফিফ হোসেন ও সাকিব। তিন ধাপ পিছিয়ে আফিফ ৫৭ নম্বরে। সাকিব এক ধাপ পিছিয়ে ৬৮তম স্থানে।
ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই শীর্ষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টি-টুয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ভারতের হার্দিক পান্ডিয়া ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে। অলরাউন্ডারের তালিকায় শীর্ষে আগের মতোই আফগানিস্তানের মোহাম্মদ নবি। টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ডের জো রুট ও বোলারদের মধ্যে নাম্বার ওয়ান অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
Discussion about this post