ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রীতিমতো চমক দিয়েই তারা দলে টেনেছিল সাকিব আল হাসানকে। বলা হচ্ছিল বড় অঙ্কের অর্থেই ঢাকা ডায়নামাটইটস ছেড়ে তিনি নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সে। কিন্তু হঠাৎ করেই পাল্টে গেছে দৃশ্যপট। বিপিএল গর্ভনিং কাউন্সিল সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছে-উত্তরবঙ্গের দলটির সঙ্গে সাকিবের চুক্তি বৈধ নয়। কেননা গত বছরই সব ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে তাদের চুক্তি শেষ হয়েছে। তাই নতুন করে এবার আগামী চার মৌসুমের জন্য আগ্রহী ফ্রাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি হবে। তারপর প্লেয়ার্স ড্রাফট থেকে খেলোয়াড়দের টানার সুযোগ থাকবে। এরপরই এবারের আসর বয়কটেরও হুমকি দিয়েছে।
এর আগে বোর্ড সভা শেষে বিসিবি পরিচালক মাহবুব আনাম বলেন, ‘রংপুরের সঙ্গে সাকিবের চুক্তির কোনো ভিত্তি নেই। এ চুক্তি আমাদের কাছে বৈধতা পাচ্ছে না। বিসিবির সঙ্গে এখন পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজির চুক্তি হয়নি। তারা (রংপুর রাইডার্স) যা করেছে, সেটার সঙ্গে বোর্ড বা বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সম্পর্ক নেই। এ নিয়ে আমাদের আলোচনা করারও দরকার নেই। নিয়মের বাইরে কিছু করলে সেটা গ্রহণযোগ্যতা পাবে না।’
রংপুরের দাবি, বিসিবি তাদেরকে মৌখিক ও লিখিতভাবে আগেই জানিয়েছে, টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে। শুধু রংপুর নয়, এমন দাবি করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটানন ও রাজশাহী কিংসও। গত ১১ মে বিসিবির অফিসিয়াল প্যাডে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনের স্বাক্ষরসহ একটি চিঠি দেয়া হয় ফ্রাঞ্চাইজিদের। তাতে স্পষ্ট করে বলা হয়, আগামী আসরের প্রস্তুতি নিতে এবং যদি কোনো বকেয়া থাকে তা পরিশোধ করতে।
রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক, ‘প্রতি বছর একটা না একটা নতুন নিয়ম নিয়ে আসে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রথম বছর আমরা যখন এলাম তখন আনলিমিটেড বিদেশি খেলোয়াড়। এ প্লাস কিংবা আইকন যেকোনো টপ খেলোয়াড়কে বেছে নেয়ার সুযোগ ছিল। পরের বছর দেশি-বিদেশি মিলিয়ে চার রিটেইন। চার বিদেশির বেশি খেলানো যাবে না। এবার বলছে, কোনো রিটেইন নেই। সব নতুন করে। আমার প্রশ্ন- যদি সব শুরু থেকেই শুরু করতে হয় তাহলে ওরকম চিঠি পাঠানোর দরকার কী ছিল? আর এত লম্বা প্রসেস কেন হুটহাট করা হচ্ছে? বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো একটা নির্দিষ্ট পরিকল্পনায় চলে। নির্দিষ্ট নিয়মে চলে। এখানে বিশেষ একটি দলের জন্য গত তিন বছরে তিনবার নতুন নতুন নিয়ম করা হয়েছে।’
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই কুমিল্লা ভিক্টোরিয়ানস ছেড়ে খুলনা টাইটানসে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল। এদিকে চিটাগং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসে নিজের ঠিকানা গড়ে ছিলেন মুশফিকুর রহীম।
বিপিএলের সপ্তম সংস্করণে লড়াই হবে ৮ দল নিয়ে। ৬ ডিসেম্বর শুরু হবে ২০ ওভারের এই ক্রিকেট লড়াই!
Discussion about this post