বিস্ময়কর ফর্মে আছেন তিনি। অবশ্য নামটা যখন সাকিব আল হাসান তখন আর বিস্ময় বলে কিছু থাকে না। তিনি মাঠে নামা মানেই ব্যাট-বলে চমক! বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেই দৃশ্যই দেখা যাচ্ছে। একাই যেন ফরচুন বরিশালের দ্বায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন। ভাবা যায় চলতি বিপিএলে তিনি পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড়। তার পথ ধরে বিপিএলের কোনো আসরে সর্বাধিকবার ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার রেকর্ড গড়লেন সাকিব!
বিপিএলের কোনো আসরে সর্বাধিকবার ম্যাচ সেরা হওয়ার নিজের নিজের রেকর্ডটির ভেঙেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আগেরবার তিনবার ম্যাচ সেরা হয়ে রেকর্ড গড়েন সাকিব।
শেষ পাঁচ ম্যাচের প্রতিটিতেই ম্যাচসেরা হলেন তিনি। শুরু খুলনা টাইগার্সের বিপক্ষে। সেই ম্যাচে সাকিব ব্যাট হাতে করেন ৪১ রান। এরপর ১০ রানের খরচায় নেন ২ উইকেট। তারপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে ৫০। আর বল হাতে নেন ৩ উইকেট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সাকিব তুলেন ৫০। এরপর ২ উইকেট নেন ২০ রানে।
সিলেটের বিপক্ষে ৩৮ রান, বল হাতে ২৩ রানে ২ উইকেট। সবশেষ ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে অপরাজিত ৫১। বল হাতে ২১ রানে ১ উইকেট।
এবারের বিপিএলে ৯ ম্যাচে ৩৪.৫০ গড়ে ১৪৬.৮০ স্ট্রাইক রেটে করেন ২৭৬ রান। এখানে তিনি শীর্ষে। বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতে সাকিব তিন নম্বরে। ৯ ম্যাচে ৩৫.৩ ওভারে ২৪০ রান দিয়ে নেন ১৫ উইকেট।
টানা ৫ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ। এটি কোনো ফরম্যাটেইবস্ময়কর। স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটে টানা ৫ ম্যাচেসেরার রেকর্ড শুধু বিপিএল নয়, বিশ্বক্রিকেটেই প্রথম। টানা চার ম্যাচে সেরা হয়ে আগের রেকর্ড ছিল যৌথভাবে মার্কাস ট্রেসকোথিক, শার্ল ল্যাঙ্গাভেল্ট, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও উগান্ডার ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার দিনেশ নাকরানির। তাদের ছাড়িয়ে গেলেন সাকিব।
Discussion about this post