খবরটা রীতিমতো চমকই। কারণ আলোচনায় ছিলেন এনামুল হক বিজয়। বলা হচ্ছিল তিনিই হবেন সাকিব আল হাসানের ডেপুটি। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে আফিফ হোসেন ধ্রুবকে সহ-অধিনায়কের দায়িত্ব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক সাকিবের সহকারীর ভূমিকাতেই দেখা যাবে তাকে।
গত শনিবার খবরটি জানিয়েছে বিসিবি। অবশ্য পারফরম্যান্স দিয়ে কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন ধ্রুব। দল জায়গাও করে নিয়েছেন এই তরুণ। এবার তারই একটা স্বীকৃতি পেয়ে গেলেন তিনি।
অবশ্য সাকিবকে টি-টুয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ অব্দি। সেই সময় ঘোষণা করা হয়নি সহ-অধিনায়কের নাম। এবার একজনকে বেছে নিতেই হলো বোর্ডের। এমনিতে বাংলাদেশের টি-টুয়েন্টি দলে অনেক দিন ধরেই নিয়মিত আফিফ।ওয়ানডে দলেও আছেন তিনি।
যদিও বয়স মাত্র ২২। এই বাঁহাতি এই ব্যাটসম্যান ৪৭ টি-টুয়েন্টি খেলে ১১৮.১০ স্ট্রাইক রেটে তুলেছেন ৬৯৮ রান। অফ স্পিনে ১৬ ইনিংসে নিয়েছেন ৮ উইকেট। এবার নতুুন পরীক্ষা আফিফের।
এশিয়া কাপ শনিবার শুরু হলেও বাংলাদেশ এখনো মাঠে নামেনি। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে আফগানিস্তানের সঙ্গে। আফগানরা এরইমধ্যে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে এক পা দিয়ে রেখেছে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে।
Discussion about this post