পাকিস্তান সুপার লিগের (পিএসএল) রিপ্লেসমেন্ট ড্রাফটে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ পেলেন দল। মঙ্গলবার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এই ড্রাফট। যেখানে ছিলেন ১৩৪ জন বিদেশি ক্রিকেটার। টুর্নামেন্টে লাহোর কালান্দার্স নিয়েছে সাকিবকে। মাহমুদউল্লাহ খেলবেন মুলতান সুলতান্সে। লিটন দাসকে নিয়েছে করাচি কিংস।
অবশ্য করোনার কারণে টুর্নামেন্ট থমকে না গেলে দলই পেতেন না তারা। গত ৪ মার্চ অতিমারির কারণে থেমে যায় লড়াই। যার মধ্যে হয়েছে লিগ পর্বের ১৪ ম্যাচ। বাকি আরও ২০ ম্যাচ। ৬ দলের এই লড়াই ফের শুরু হবে ২ জুন। ফাইনাল ২০ জুন। করাচিতে হবে সব ম্যাচ।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা সাকিবকে নিয়েছে লাহোর কালান্দার্স। এর আগে তিনি খেলেছেন করাচি কিংস ও পেশাওয়ার জালমি দলে। লাহোর টেনেছে জেমস ফকনার, জো বার্নস, ক্যালাম ফার্গুসন ও সিকুগে প্রসন্নকেও।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলা বাংলাদেশ টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়েছে মুলতান সুলতানস। আর দেশের বাইরে দ্বিতীয়বার কোনো টুর্নামেন্টে দল পেয়েছেন লিটন। ২০১৯ সালে জ্যামাইকা তালাহওয়াহসের হয়ে সিপিএলে খেলেন। এবার এই কিপার-ব্যাটসম্যানকে নিয়েছে করাচি।
মাহমুদউল্লাহর সাবেক দল কোয়েটা ড্রাফটে নিয়েছে উইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। তবে দল পেলেন না তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাব্বির রহমান।
অবশ্য আগামী জুনে জিম্বাবুয়ে সফরে যেতে পারে বাংলাদেশ দল। তখনই চলবে পিএসএল। সেই হিসেবে টাইগাররা ক্রিকেটাররা খেলার অনুমতি পাবেন কীনা তা নিয়েও আছে শঙ্কা।
Discussion about this post