দিনকয়েক আগে একটি জাতীয় দৈনিকে সাকিব আল হাসানের সাক্ষাতকার দেখে চমকে উঠেছিলেন অনেকেই। কেননা, আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ চলার সময় এভাবে মিডিয়ার মুখোমুখি হওয়াটা বিধি সম্মত নয়। তারওপর সেই সাক্ষাতকারে তার কিছু কথা বিতর্ক ছড়িয়েছিল।
কোড অব কডাক্ট ভাঙ্গায় সাকিবের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জবাব শুনে ব্যবস্থা নেবে বিসিবি।
শনিবার সভাপতি নাজমুল হাসান জানালেন, “আমরা ওর ব্যাখ্যা চেয়েছি। টুর্নামেন্ট চলাকালে নিয়ম অনুযায়ী টিম ম্যানেজারের অনুমতি ছাড়া কোন ক্রিকেটারের ব্যক্তিগত সাক্ষাৎকার দেয়ার নিয়ম নেই। ও আচরনবিধি ভেঙ্গেছে।’ বোর্ড জানাল, অনুমতি ছাড়াই সাক্ষাতকারটি দিয়েছেন সাকিব।
দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকার কিছু বক্তব্যেরও ব্যাখ্যা চেয়েছেন বিসিবি সভাপতি। যৌক্তিক ব্যাখা না দিতে পারলে শাস্তি পেতে পারেন সাকিব। এ ব্যাপারে জাতীয় দলের ব্যবস্থাপক আকরাম খানের কাছ থেকেও মতামত চেয়েছেন নাজমুল হাসান।
সাকিবের মতামত পেলে এই ব্যাপারে ব্যবস্থা নেবে বিসিবির ডিসিপ্ল্যানারি কমিটি।
এদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্স নিয়ে অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ শেন জার্গেনসেনকে প্রতিবেদন পেশ করতে বলেছে বিসিবি।
Discussion about this post