ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বোর্ডের কর্তাব্যক্তিদের অনেকেই মনে করছেন, এজন্য ক্রিকেটারদের অনাগ্রহ। তবে এ ব্যাপারগুলো নিয়ে তেমন একটা ভাবছেন না সাকিব আল হাসান। তার বিশ্বাস, দেশের ক্রিকেটে দ্রুতই সুদিন ফিরবেই।
ঘরের মাঠে টানা হারের পর তীব্র অসন্তোষ উগরে দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, ক্রিকেটারদের খেলা দেখে মনেই হয়নি তারা টেস্ট খেলতে নেমেছেন। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে প্রত্যক্ষ করেছেন ব্যাটসম্যানদের সাজঘরে ফেরার তাড়া। এদিকে বর্তমান বোর্ড পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ও ক্রিকেটারদের উপর ক্ষোভ প্রকাশ করেন। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে টেস্ট ক্রিকেটারদের অনীহা নতুন কিছু নয়। বিশেষ করে সিনিয়র ক্রিকেটাররা প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত নন অনেকদিন ধরেই। এতে ঘরোয়া ক্রিকেটের মান যেমন বাড়ছে না, তেমনি প্রস্তুতিরও ঘাটতি থেকে যাচ্ছে।
এতো বিতর্ক উঠার পরও সাকিব ধৈর্য রাখার আহ্বানই জানিয়েছেন, ‘উনি (পাপন) উনার মতামত প্রকাশ করেছেন। আমি আমার মতামত এখন দিতে চাচ্ছি না। আমার কাছে মনে হয় এখন এগুলো নিয়ে কথা বলার আদর্শ সময়। কথা বলা, কাদা ছোড়াছুড়িতে আমি খুব একটা পারদর্শী নই কিংবা বিশ্বাসও করি না।’
সাকিব আরও বলেন, ‘জিতে গেলে কিন্তু আপনারা এই প্রশ্ন করতেন না। কিন্তু তখনো আপনাদের কাজ ছিল প্রশ্নগুলো করা। আপনাদেরও (সাংবাদিক) অনেক দায়দায়িত্ব আছে।’
Discussion about this post