আফগানিস্তানের বিপক্ষে সিরিজের এই প্রথম ওয়ানডেতে বিরল এক রেকর্ডের হাতছানি নিয়ে রোববার বল হাতে নিয়েছিলেন সাকিব আল হাসান। মাত্র দুটো উইকেট তাকে নিয়ে যেতো সবার ওপরে। ওয়ানডেতে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী হতে অবশ্য সময় নেননি। বোলিংয়ে এসেই তুলে নেন উইকেট। তার দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরেন আফগানিস্তানি ওপেনার শাবির নুরি (২৪ বলে ৯)। আর সাকিব ছুঁয়ে ফেলেন আবদুর রাজ্জাককে। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্পর্শ করেন এই টাইগার অলরাউন্ডার।
রাজ্জাকের সর্বোচ্চ ২০৭ উইকেটের রেকর্ড স্পর্শ করেন তিনি। ১৫৩ ওয়ানডের ক্যারিয়ারে ২০৭ উইকেট নিয়ে একাই সবার ওপরে ছিলেন রাজ্জাক। ১৫৮তম ম্যাচে এসে এই বাঁহাতি স্পিনারকে ছুঁয়ে ফেলেন সাকিব। পরে আরেকটি উইকেট নিয়ে রেকর্ডটা একান্ত নিজের করে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
পরিসংখ্যান জানাচ্ছে, জ্যাক ক্যালিস, ড্যানিয়েল ভেট্টরিরাও দেশের হয়ে তিন ধরনের ফরম্যাটে সর্বোচ্চ উইকেটের মালিক বনতে পারেননি; রোববার যেই কীর্তিটি গড়েছেন সাকিব।
সব মিলিয়ে ১৫৮ ম্যাচের ক্যারিয়ারে ২০৮ উইকেট নেয়ার পথে ছয়বার ৪ উইকেট নেন সাকিব। ৫ উইকেট নেন একবার। রাজ্জাক ৫ উইকেট নেন চারবার এবং ৪ উইকেট নেন পাঁচবার। এমন রেকর্ডের রাতে আফগানদের বিপক্ষে জয়ের নায়কও সাকিব। ব্যাটে-বলে ঝড় তুলে দলকে পাইয়ে দিলেন ৭ রানের জয়।
Discussion about this post