ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার করোনাভাইরাস ঢুকেছে সাকিব আল হাসানের পরিবারে। রোববার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এ অলরাউন্ডারের বাবা মাশরুর রেজা। তিনি বর্তমানে মাগুরায় নিজ বাসায় আইসোলেশনে আছেন। ব্যাপারটি নিশ্চিত করেছে মাগুরা সিভিল সার্জন কার্যালয়।
গত বৃহস্পতিবার থেকে মাশরুর রেজা মৃদু জ্বর ও গা ব্যথায় ভুগছিলেন। শুক্রবার তার নমুনা সংগ্রহ করে মাগুরা স্বাস্থ্য বিভাগ। রোববার নমুনা পরীক্ষার ফল আসে। তাতে তিনি করোনা পজিটিভ হন।
করোনা পজিটিভ হলেও বর্তমানে মৃদু জ্বর ও গা ব্যথা ছাড়া আর তেমন কিছুই নেই সাকিবের বাবার। আপাতত বাসায় তিনি চিকিৎসা নিচ্ছেন।
সাকিবের বাবার করোনা পজিটিভের ব্যাপারে মাগুরা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানিয়েছেন, মাশরুর রেজাসহ নতুন করে আটজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩০৮। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬০ জন। আর মারা গেছেন ৭ জন।
বাবা করোনায় আক্রান্ত হলেও পাশে থাকতে পারছেন না সাকিব আল হাসান। কেননা এ অলরাউন্ডার রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে দুই মেয়ে ও স্ত্রীর সঙ্গে রয়েছেন তিনি।
Discussion about this post