ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে শেষ হচ্ছে প্রতীক্ষার প্রহর। মঙ্গলবার ফের ব্যাট-বলের লড়াইয়ে মাঠে সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত মাসেই। এবার দুঃস্বপ্নের প্রহর পেরিয়ে মাঠে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরুর দিনেই থাকছেন তিনি। তামিম ইকবালের ফরচুন বরিশালের সঙ্গে লড়বে সাকিবের জেমকন খুলনা।
এই ম্যাচের আগে তামিম ইকবালের চোখে দিনটি সাকিব ও দেশের ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ দিন বলে মানছেন।
সন্দেহ নেই মঙ্গলবার মিরপুর শেরেবাংলায় এই ম্যাচে ভক্তদের চোখ থাকবে সাকিবের দিকেই। তবে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনে করছেন এনিয়ে চাপ থাকবে না সাকিবের। কারণ অনুশীলনে বেশ সাবলীল তার দলের সেরা তারকা।,সাকিবের ক্রিকেটে কোনো জড়তা দেখেন নি তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘একটা জিনিস বিশ্বাস করি সাকিবের যে উচ্চতা, যে সামর্থ্য, আমার মনে হয় না যে কোনো প্রশ্ন থাকবে ওর অর্জন, ওর পারফরম্যান্সের ক্ষেত্রে। ও প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবে। ওই জড়তাও দেখছি না। মনে হচ্ছে যে ও খুব উদগ্রীব খেলার জন্য। ভাল খেলতে মুখিয়ে আছে।’
টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সাকিবদের সঙ্গে লড়াই তামিমের। তার আগে সাকিবের প্রশংসাতে মাতলেন ক্যাপ্টেন। বলেন, ‘আমি নিশ্চিত, ওর জন্য এটা অনেক বড় দিন। এক বছর পর মাঠে ফিরছে। এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপুর্ণ দিন। ওর মাপের ক্রিকেটার ফিরে এসেছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে।’
আবার মুশফিকুর রহিমও সাকিবের ফেরা নিয়ে মুখ খুললেন। বেক্সিমকো ঢাকার অধিনায়ক বলেন, ‘দেখুন এটা তো অবশ্যই বড় একটা বিষয়। আমার মনে হয় পুরো বিশ্ব ক্রিকেটই অপেক্ষা করছে। সাকিব এক নম্বর অলরাউন্ডার, আমাদের শীর্ষ ক্রিকেটার।’
সব মিলিয়ে আলোচনায় থেকেই মাঠে নামবেন সাকিব।
Discussion about this post