ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাচটা ছিল সাকিব আল হাসানের। তার দিকেই ছিল চোখ। কারণ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়েই যে প্রতিযোগিমূলক ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। তবে ফেরার ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত কিছু করতে পারেন নি এই তারকা অলরাউন্ডার।
বল হাতে ৩ ওভারে নেন ১ উইকেট। এরপর ব্যাট হাতে ১৩ বলে ১৫ রান। সঙ্গে দলের জয়টা যেন বোনাস।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে মঙ্গলবার সাকিবের ম্যাচে বাজিমাত করলেন আরিফুল হক। শেষ ওভারে চার ছক্কায় দারুণ এক জয় এনে দেন তিনি খুলনাকে।
১৫৩ রান লক্ষ্যে নেমে শেষ ওভারে জিততে খুলনার প্রয়োজন ছিল ২২ রান। ঠিক তখনই ৪ ছক্কায় দলকে এনে দিলেন জয়। ৪ উইকেটের ফরচুন বরিশালের বিপক্ষে জয় তুলে নিয়েছে জেমকন খুলনা। ৩৪ বলে ৪৮ রান করে আরিফুল খুলনার নায়ক।
এই ম্যাচ দিয়ে প্রায় ১৩ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব। এমন দিনে বল হাতে কিছুটা করলেও ব্যাটিংয়ে হতাশ করেন তিনি। ৩ ওভার করে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। আর ব্যাট হাতে ১৩ বলে দুই চারে ১৫ রানে ফিরে যান সাজঘরে।
তবে স্বস্তি এটাই জিতেছে সাকিবের দল। জয় দিয়ে শুরু মিশন খুলনার। হারে টুর্নামেন্ট শুরু তামিম ইকবালের দলের। বড় খবর এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে জয়ে রঙিন করেই প্রত্যাবর্তন হলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের।
সংক্ষিপ্ত স্কোর-
ফরচুন বরিশাল: ২০ ওভরে ১৫২/ ৯ (মিরাজ ০, তামিম ১৫, পারভেজ ৫১, আফিফ ২, তৌহিদ ২৭, ইরফান ১১, অঙ্কন ২১, আমিনুল ৫, সুমন ০, তাসকিন ১২*, কামরুল রাব্বি ২*; শফিউল ৪-০-২৭-২, আল আমিন ৪-০-৩২-০, হাসান ৪-০-২৫-২, শহিদুল ৪-০-১৭-৪, সাকিব ৩-০-১৮-১, মাহমুদউল্লাহ ১-০-৮-০)।
জেমকন খুলনা: ১৯.৫ ওভারে ১৫৫/৬ (এনামুল ৪, ইমরুল ০, সাকিব ১৫, মাহমুদউল্লাহ ১৭, জহুরুল ৩১, আরিফুল ৪৮*, শামীম ২৬, শহিদুল ৮*)।
ফল: জেমকন খুলনা ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: আরিফুল হক
Discussion about this post