ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাচ্ছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসানের পর এবার ছাড়পত্র লিটন দাস। ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে ভাল খেলতে না পারলেও তাকে দল পেয়েছেন এই কিপার-ব্যাটসম্যান। বুধবার তাকে অনাপত্তি পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলবেন লিটন দাস। লিটনের অনাপত্তি পত্রের খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান। এর আগে অনুমতি পান সাকিব। এবারের সিপিএলে বার্বাডোজ ট্র্রাইডেন্টসের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। বুধবার রাতেই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে বার্বাডোজের পথে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ অধিনায়কের।
লিটন আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২২ ম্যাচে ১৩৮.২২ স্ট্রাইক রেট ও ২০.৫৪ গড়ে তুলেছেন ৪৫২ রান। সব মিলিয়ে ৭৬ টি-টুয়েন্টিতে ১২৮.৯২ স্ট্রাইক করেছেন ১২৬৬ রান।
বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলতে গেলেন লিটন দাস। এর আগে খেলেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। দলে থাকলেও খেলার সুযোগ পাননি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে ডাক পেয়েছিলেন আফিফ হোসেন। তবে এই অলরাউন্ডারকে খেলার অনুমতি দেয়নি বিসিবি।
লিটন দাস জ্যামাইকা তালাওয়াহসে সতীর্থ হিসেবে পাবেন তারকা ক্রিকেটার ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলকে। তবে তাদের দল আছে পয়েন্ট তালিকার সবার নীচে। ৮ ম্যাচের মাত্র দুটি জয় পেয়েছে তারা।
Discussion about this post