গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান। গুঞ্জন ছিল তিনি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে, তবে বিতর্ক এড়াতে তাকে স্কোয়াডে রাখেনি বাংলাদেশি এই ফ্র্যাঞ্চাইজি।
শেষপর্যন্ত দুবাই ক্যাপিটালস দলে ভিড়িয়েছে সাকিবকে। দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
সাকিবের দুবাই ক্যাপিটালস মাঠে নামবে ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তারা মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স (১১ জুলাই), গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (১৩ জুলাই) এবং রংপুর রাইডার্সের (১৬ জুলাই) সঙ্গে।
এবারও লিগে প্লে-অফ নেই, শীর্ষ দুই দল সরাসরি খেলবে ১৮ জুলাইয়ের ফাইনালে। সাকিবের সতীর্থ হিসেবে দলে রয়েছেন রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, সেদিকউল্লাহ অটল ও নিরোশান ডিকভেলা।
Discussion about this post