ফতুল্লায় ভারতীয় ব্যাটসম্যানরা যখন দাপুটে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন তখন অন্যরকম এক শতরান করলেন সাকিব আল হাসান। উঠে গেলেন আরো একবার রেকর্ডের পাতায়। শিখর ধাওয়ানের উইকেটটি নিয়ে দেশের মাঠে শততম টেস্ট উইকেটটি তুলে নেন এই তারকা স্পিনার।
ইতিহাস বলছে- দেশের মাঠে ১০০ টেস্ট উইকেট নেওয়া বাংলাদেশের প্রথম বোলার সাকিব। আবার দেশের বাইরেও সেরা তিনি। ১২ টেস্ট খেলে নিয়েছেন ৪৩ উইকেট।
সব মিলিয়ে তিনিই টেস্টে টাইগারদের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী। নিয়েছেন ৪০ টেস্টে ১৪৬ উইকেট।
সাকিবই ইতিহাসে প্রথম এবং একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট-ওয়ানডে আর টি-টুয়েন্টির অলরাউন্ড রেংকিংয়ের শীর্ষে একসঙ্গে উঠে এসেছেন।
Discussion about this post