ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিলেটে সিরিজের প্রথম ম্যাচে হেরে চাপে ছিল বাংলাদেশ। জয় ছাড়া সিরিজ জেতার কোন সম্ভাবনাই ছিল না। অথচ এই ম্যাচ শুরুর আগে শঙ্কা ছড়িয়েছিল সাকিব আল হাসানকে নিয়ে। জ্বরে আক্রান্ত সেই অধিনায়ক ঠিকই থাকলেন মাঠে। একইসঙ্গে হয়ে উঠলেন জয়ের নায়ক। ব্যাট-বলে তার অসাধারণ নৈপুন্যের পথ ধরেই বাংলাদেশ পেয়েছে ৩৬ রানের অনায়াস জয়।
৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা। শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচটি এখন অলিখিত ফাইনাল।
বৃহস্পতিবার টস ভাগ্য অবশ্য সঙ্গে ছিল না বাংলাদেশের। তারপরও মিরপুরের ব্যাটিং উইকেটে তাণ্ডব চালিয়েছেন তিন ব্যাটসম্যান- লিটন দাস, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। তিনজরের দাপটে দল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ২১১ রান। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৫ রান তুলেই অলআউট।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও নায়ক সাকিব। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারসেরা বোলিং বোলিং উপহার দেন তিনি। ৪ ওভারে ২১ রানে নেন ৫ উইকেট! এর আগে ব্যাট হাতে তুলেন ৪২ রান।
এদিন টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়ে বাংলাদেশ। একইসঙ্গে আগে ব্যাট করতে নেমে টি-টুয়েন্টিতে দুইশর দেখা পায় দল। সব মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড ২১৫। ২০১৮ সালে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে স্বাগতিকদের বিপক্ষে ২১৪ রানের বাঁধা টপকে জিতে বাংলাদেশ। যদিও মিরপুরে এটিই সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। আগের সর্বোচ্চ ২০১৩ সালে টাইগার বিপক্ষে নিউজিল্যান্ডের ২০৪ রান।
ম্যাচে দলকে বড় সংগ্রহ এনে দিতে শুরুতেই ঝড় তুলেন লিটন দাস। এই ওপেনার ৩৪ বলে করেন ৬০ রান। সাকিব ২৬ বলে ৪২। মাহমুদউল্লাহ রিয়াদ ২১ বলে ৪৩ রানের অপরাজিত। এরমধ্যে সাকিব-মাহমুদউল্লাহ অবিচ্ছিন্ন থেকে ৪২ বলে ৯১ রানের জুটি গড়েন। পঞ্চম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটিই।
এরপর বল হাতেও সফল টাইগার বোলাররা। সিলেটে ঝড় তোলা সাই হোপ ১৯ বলে ৩৬ রান করেন। শিমরান হেটমায়ের ১৭ বলে ১৯। রোভমান পাওয়েল ৩৪ বলে ৫০।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ২১১/৪ (তামিম ১৫, লিটন ৬০, সৌম্য ৩২, সাকিব ৪২*, মুশফিক ১, মাহমুদউল্লাহ ৪৩*; কটরেল ২/৩৮, টমাস ১/৪৩, ব্র্যাথওয়েট ০/৪৩, অ্যালেন ১/২৯)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.২ ওভারে ১৭৫ (লুইস ১, হোপ ৩৬, পুরান ১৪, হেটমায়ার ১৯, পাওয়েল ৫০, ব্রাভো ২, ব্র্যাথওয়েট ৮, অ্যালেন ০, পল ২৯, কটরেল ৩*, টমাস ০; আবু হায়দার ১/৩৩, মুস্তাফিজ ২/৫০, সাকিব ৫/২১, মিরাজ ১/২৩, মাহমুদউল্লাহ ১/১)।
ফল: বাংলাদেশ ৩৬ রানে জয়ী।
ম্যাচসেরা: সাকিব আল হাসান।
Discussion about this post