সন্দেহ নেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ফেভারিট। ক্যারিবীয়দের বিপক্ষে খেলে তাদের মাঠে সাফল্য পাওয়া সহজ হবে না বাংলাদেশ ক্রিকেট দলের। বিশেষ করে টেস্টে বাজে অবস্থাতেই আছে টাইগাররা। কিছুদিন আগেই দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছেও হেরেছিল মুমিনুল হকের দল। এবার বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে রাখল স্বাগতিকরা।
ক্যারিবীয় দলটির নির্বাচক ডেসমন্ড হায়েন্স বলে দিলেন দুটি টেস্টই জিততে চায় তারা। এই কিংবদন্তি বলছিলেন, ‘বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট অর্জন করতে চাই আমরা। যা হবে খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে দুটি টেস্টই জিততে পারি ও পয়েন্টগুলো পেতে পারি আমাদের জন্য দারুণ হবে।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার ৭ ম্যাচে ২ জয় নিয়ে ছয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পয়েন্ট ৩০। ৮ ম্যাচে একটি জয় নিয়ে তলানিতে বাংলাদেশ। টাইগারদের পয়েন্ট মাত্র ১৬।
বাংলাদেশ-উইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু, ১৬ জুন। এরপর ড্যারেন স্যামি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু, ২৪ জুন। সফরে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। এই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি ওয়ানডে।
Discussion about this post